Thikana News
২১ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

আষাঢ়ের বৈতরণি কই

আষাঢ়ের বৈতরণি কই
দুরন্ত ভেজা বাতাস ছন্দ তোলে
নৃত্যকলায় নারকেল পাতা দোলে।
ভেসে ভেসে আসে ঘন মেঘের সম্বরা
মনোস্নানে ঝরে সহস্র বৃষ্টিধারা।
স্মৃতির উঠোনে ঝরে তখন
বিরহে অজস্র ফোঁটা জল,
সবুজ পাতায় জলের প্রেম ঝরে পড়ে
অঝোরে ঝরঝর ঝরে কদমের তল।
অভিমানী কালো মেয়ের চোখের জলে
স্রোতে ভেসে চলে চঞ্চলা যৌবনা নদী
ভেসে চলে উচ্ছ্বাস হাঁসেরা নিরবধি।
আষাঢ় ধারায় রিমঝিম ঝরা জলে
টলমল টইটম্বুর ডোবা পুকুর
বর্ষার জলে পাতা ভেসে যাওয়া দেখি
উড়ে যাওয়া জলে ভেজা পাখি
আনমনে কাটে আমার আষাঢ়ে দুপুর।
বৃষ্টিভেজা আষাঢ়ে গল্পে চায়ের কাপে
কিশোরীর ঠোঁটে চুম্বন,
বর্ষার জলে ভিজল শুষ্ক মাঠ-ঘাট-বন
ভিজল না এ মন।
আষাঢ় এল, আষাঢ় এল ঐ
আমার শহরে নুহের প্লাবন
আমার বৈতরণি গেল কই...!
কমেন্ট বক্স



9