প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বেসরকারি স্যটেলাইট টেলিভিশন চ্যানেল আই-এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহাম্মেদ। কোভিড প্যানড্যামিকের ভয়াবহ দিনগুলোতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাঙালি কমিউনিটিকে নিরলসভাবে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সহায়তা পৌছে দেয়া, জীবনের ঝুকি নিয়ে সংবাদ সংগ্রহ করে কমিউনিটির গণমাধ্যমকে সক্রিয় রাখা, বিনামূল্যে কোভিড টেস্ট ও ভ্যাক্সিনেশন প্রদানের প্রক্রিয়ায় স্থানীয় কমিউনিটির পাশে দাঁড়ানোর স্বীকৃতিস্বরূপ তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের হিউম্যানিটরিয়ান ফোকাস ফাউন্ডেশনসহ জাতিসংঘের সঙ্গে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠান কতৃক যৌথভাবে আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। একই অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন পিপল ইউনাইটেড ফর পিস এর প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, খানস টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা নাইমা খান ও বাংলাদেশের চিত্রনায়ক জায়েদ খান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাতিসংঘের প্রতিনিধি, ব্রংক্স বোরো প্রেসিডেন্ট ভেনেসা এল গিভসনসহ আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ রাশেদ আহাম্মেদের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে আগামী দিনগুলোতেও এমন প্রশংসনীয় কাজ অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন।
জীবনের নানামুখী সংকট, সম্ভাবনা, সাফল্য, উল্লেখযোগ্য বিষয় এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্মৃতিসমূহ তুলে ধরা তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার জীবন আমার মুক্তিযুদ্ধ’ বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা-২০২৩ এ প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, রাশেদ আহাম্মেদ আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির সাথে সম্পৃক্ত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি দীর্ঘকাল জড়িত রয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।