Thikana News
২১ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে ৫ দিনের ব্যবধানে  দুই বাংলাদেশি খুন

যুক্তরাষ্ট্রে ৫ দিনের ব্যবধানে  দুই বাংলাদেশি খুন
মাত্র ৫ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি খুন হয়েছেন। গত ২৩ জুলাই রোববার সকালে যুক্তরাষ্ট্রের আরিজোনা স্টেটে ফিনিক্স সিটির অদূরে কারা গ্রান্দে এলাকায় নিজ গ্রোসারি স্টোরে দুর্বৃত্তের গুলিতে খুন হন বাংলাদেশি আবুল হাশিম (৪২)। পুলিশ ঘাতককে গ্রেপ্তার করেছে। 
এর মাত্র ৬ দিন আগে ১৮ জুলাই মঙ্গলবার মিজৌরি স্টেটের সেন্ট লুইসে একটি স্টোরে কর্মরত অবস্থায় ইয়াজউদ্দিন আহমদ (২৩) নামে আরেক বাংলাদেশি দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছেন। 
নিহত আবুল হাশিম জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর গ্রামের জুলফিকার আহমেদের ছেলে। তার পরিবারের সবাই যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বসবাস করেন। আবুল হাশিমের স্ত্রী, ৬ বছরের এক ছেলে, ২ বছরের এক মেয়ে রয়েছে। তাদের ভাই-বোন ৭ জন, তারা সবাই যুক্তরাষ্ট্রের একই শহরে বসবাস করছেন। সেখানে একটি মুদি দোকানের মালিক ছিলেন আবুল হাশিম। সন্ত্রাসীরা ওই দোকানে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। 
এদিকে গত ১৮ জুলাই মঙ্গলবার সকালের দিকে মিজৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ের ১১০০ ব্লকের একটি গ্যাস স্টেশনে কাজ করছিলেন এক যুবক। এ সময় বাইরে দাঁড় করানো ইয়াজউদ্দিনের গাড়ির কাচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে একদল সন্ত্রাসী। তাদের বাধা দিলে এক বন্দুকধারী ইয়াজউদ্দিন লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশ এসে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে জ্যাটাভিয়ন স্কট নামের ১৯ বছরের এক তরুণকে খুঁজছে পুলিশ। এখন পর্যন্ত ঘাতক গ্রেফতার না হওয়ায় কমিউনিটিতে ক্ষোভের সঞ্চার হয়েছে।
নিহত ইয়াজউদ্দিন আহমদ চট্টগ্রামের মিরসরাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা শামসউদ্দিন আহমদের ছেলে। বাবা মারা যাওয়ার পর ইয়াজউদ্দিনকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন তার খালা রেহানা বেগম। এই তরুণ পার্কওয়ে সেন্ট্রাল হাইস্কুল থেকে স্নাতক শেষ করেন।
রেহানা বেগম বলেন, ইয়াজ খুবই দয়ালু ছিল। সে সব সময় মানুষজনকে সাহায্য করতো। এ ঘটনায় জড়িতদের বিচার চাই।
 
কমেন্ট বক্স



9