Thikana News
২১ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

সিভিলিয়ান কমপ্লেন্ট রিভিউ বোর্ড অভিযোগ জানানো যাবে ফোনেও 

সিভিলিয়ান কমপ্লেন্ট রিভিউ বোর্ড অভিযোগ জানানো যাবে ফোনেও 
(সিসিআরবি) কাছে জনসাধারণের অভিযোগ করার সুযোগ আছে। অভিযোগ করলে বোর্ড তা বিবেচনা করবে এবং ওই অভিযোগের ব্যাপারে গৃহীত ব্যবস্থা সম্পর্কেও জানাবে। পাশাপাশি কেউ অভিযোগ করলে তিনি যে অভিযোগ করছেন, ওই অভিযোগের বিষয়ে তার কেসের স্ট্যাটাস তিনি নিজেও জানতে পারবেন। সম্প্রতি সাউথ জ্যামাইকায় অনুষ্ঠিত এই বোর্ডের এক বৈঠকে কমিউনিটি বোর্ড ১২ এলাকার অধিবাসীসহ বিভিন্ন মানুষ যোগ দেন। সেখানে তারা যোগ দিয়ে জানিয়েছেন বিভিন্ন অভিযোগ। পাশাপাশি তা সমাধানের অনুরোধ করেছেন। ভবিষ্যতে কী কী করা প্রয়োজন, সে সম্পর্কেও তারা অনুরোধ জানান। সেই সাথে বোর্ডের যেসব কর্মকর্তা উপস্থিত ছিলেন, তারা সাধারণ মানুষের অভিযোগ মনোযোগ দিয়ে শুনেছেন এবং তা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দেন।
সম্প্রতি সাউথ জ্যামাইকায় বিভিন্ন ধরনের অপরাধ বাড়ছে। এ কারণে সাধারণ মানুষের মধ্যে ভয় কাজ করছে। অনেকেই একা চলতে সাহস করছেন না। এলাকার নিরাপত্তা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন।
সূত্র জানায়, সিসিআরবি বিভিন্ন এলাকায় বৈঠকের ব্যবস্থা করে থাকে প্রতিবছর। সেসব বৈঠকে তারা এলাকার বিভিন্ন বিষয়ে জনগণের মতামত শোনে। বলা হয়, বোর্ড মিটিং হলো কমিউনিটির সদস্যদের জন্য এজেন্সি সম্পর্কে আরও জানার এবং তাদের আশপাশে পুলিশ সম্প্রদায় সম্পর্কে প্রশ্ন বা উদ্বেগ শেয়ার করার সুযোগ। প্রতিবছর প্রতিটি বরোতে অন্তত একটি কমিউনিটি বোর্ড মিটিং থাকে।
পাবলিক বোর্ড সভায় বক্তৃতা সবার জন্য উন্মুক্ত থাকে। কারও যদি কথা বলার বিষয়ে প্রশ্ন থাকে, অ্যাক্সেসিবিলিটি সম্পর্কিত অনুরোধ থাকে বা ভাষা ব্যাখ্যার সহায়তার প্রয়োজন হয়, outreach@ccrb.nyc.gov ইমেইল করা যাবে। আর ইমেইল করে অনুরোধের ভিত্তিতে ব্যাখ্যা করার পরিষেবা পাওয়া যাবে। এ জন্য কোনো অর্থ দিতে হবে না।
সিসিআরবির বোর্ড মিটিং সাধারণত প্রতি মাসের দ্বিতীয় বুধবার নির্ধারিত হয়। সেই সভা সম্পর্কে পর্যায়ক্রমিক অনুস্মারক পেতে বোর্ড সভায় যোগদানের জন্য নিবন্ধন করতে হবে। আর এভাবে চাইলে সাধারণ মানুষ বৈঠকে যোগ দিতে পারেন।
সূত্র জানায়, সিসিআরবির জুলাই মাসের বোর্ড মিটিং হয়েছে ১২ জুলাই। বৈঠকটি কুইন্সে অনুষ্ঠিত হওয়ায় সেখানে কুইন্সের বাসিন্দা এবং এনওয়াইপিডির মধ্যে সম্পর্কের ওপর ফোকাস করা হয়। বলা হয়, আমরা কুইন্স সম্প্রদায়ের সদস্যদের অংশগ্রহণে উৎসাহিত করি। যদি অ্যাক্সেসযোগ্যতা সংক্রান্ত অনুরোধ থাকে বা ভাষা ব্যাখ্যার সহায়তার প্রয়োজন হয়, তাহলে
accessibility@ccrb.nyc.gov ইমেল করতে হবে।
বৈঠকে সরাসরি উপস্থিত থেকে অংশ নিয়েছেন এমন একটি সূত্র জানায়, আমরা বৈঠকে যোগ দিয়েছি। পুলিশের সাথে আমাদের সম্পর্ক কেমন সেই সম্পর্কে বলেছি। এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও কী কী করা প্রয়োজন, তাও আমরা তুলে ধরেছি। তারা এলাকাবাসীর কথা শুনেছেন। বিভিন্ন বিষয়ে নোট নিয়েছেন। তারা বলেছেন, যদি আমাদের কোনো অভিযোগ থাকে, তাহলে চাইলে এলাকাবাসী অনলাইনে গিয়েও অভিযোগ জানাতে পারবেন অথবা ফোন করেও অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ করার জন্য ফোন নম্বর হচ্ছে ১-৮০০-৩৪১-২২১২। কেউ অভিযোগ করে থাকলে তিনি অনলাইনে গিয়েও তার কেসের স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন।

 
কমেন্ট বক্স



9