Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

বেইমান

বেইমান



 
জন্মের সাথে সাথেই এই পৃথিবীতে আগমন
এটাই চিরাচরিত নিয়ম হে মানব সন্তান।
তারপর শিশুকাল থেকে কার সান্নিধ্যে লালন-পালন
জন্মদাতা মা-বাপ কর্তৃক শুরু হয় এ দায়িত্ব গ্রহণ।
নিজের জীবন তুচ্ছ করে প্রিয় সন্তানের মুখে হাসি ফোটান
সন্তানের সুখের জন্য রাত-দিন, ঘুম-বিশ্রাম, নাওয়া-খাওয়া দেন বিসর্জন
জীবনের সবটুকু জীবনীশক্তি ব্যয় করে তাদের সকল অর্জন
সন্তানের পেছনে ঢেলে দিয়ে নিশ্চিত করেন সন্তানের উচ্চ আসন।
সেই বাবা-মাকে মনপ্রাণ উজাড় করে ভালোবাসার নেই কি প্রয়োজন?
বর্তমানে অনেক ক্ষেত্রে মা-বাবার অবদানের হয় না কাক্সিক্ষত মূল্যায়ন
সন্তানের অযত্ন-অবহেলার কারণে অনেক মা-বাবার বৃদ্ধাশ্রমে আশ্রয় গ্রহণ।
মডার্ন সভ্যতায় ভোগ-বিলাসে মত্ত অনেক সন্তান করছে না কর্তব্য পালন
সারা জীবন মা-বাবার স্নেহ-মমতায় বড় হয়ে তাদের করছে অপমান
ঐ সব কুলাঙ্গার সন্তানদের চিহ্নিত করে উচ্চকণ্ঠে বলি ‘বেইমান’।
 
কমেন্ট বক্স




9