Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

ভালোবাসার নীল আকাশ

ভালোবাসার নীল আকাশ



 
ভালোবাসা আপেক্ষিক, নেই কোনো রং
মনের দুয়ারে সাজে নানা ঢং।
কারো জীবনের ধ্রুবতারা ভালোবাসা
হৃদয়ের মণিকোঠায় জাগে আশা।

ভালোবাসা করে আকাশের মতো উদার
খুলে দেয় মনের নীল দুয়ার।
হাতে হাত রেখে প্রজাপতি হয়ে ওড়ে
ইচ্ছেমতো যায় সাথি নিয়ে দূরে।

ভালোবাসার নীল আকাশ, স্বপ্নে ছোঁয়া
পূর্ণিমার মতো স্নিগ্ধ স্পর্শ পাওয়া।
নয় পরশ পাথর, নয় অধরা
ভালোবাসায় ভরে ওঠে হৃদয় সারা।
 
কমেন্ট বক্স




9