Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

ভালোবাসার অপেক্ষায়

ভালোবাসার অপেক্ষায়



 
ভালোবাসা জাগুক প্রতিটি হৃদয় গভীরে,
ভালোবাসা আঁকুক রংধনুর রাঙা প্রহরে।
ভালোবাসা বাজুক বীণার সুরের মায়ায়,
ভালোবাসা ছাপুক নগরের বসতির ছায়ায়।
ভালোবাসা ঢাকুক নতুন চিন্তার আশায়,
ভালোবাসা আনুক জ্ঞানের আলো ভাষায়।
ভালোবাসা মিশুক সবুজ পাতার বাতাসে,
ভালোবাসা হাসুক ধরণি থেকে আকাশে।
ভালোবাসা গড়ুক নতুন ভাবনার নীড়ে,
ভালোবাসা ভরুক নীল আকাশের ভিড়ে।
ভালোবাসা ভাসুক রঙিন স্বপ্নের ছায়ায়,
ভালোবাসা আসুক মায়ের আদর মায়ায়।
ভালোবাসা সাজুক সবুজ পৃথিবীর প্রেরণায়,
ভালোবাসা আনুক মানবতার শুভ কামনায়।
 
কমেন্ট বক্স




9