Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

ইতিহাসের ভুবনে

ইতিহাসের ভুবনে



 
চলেছি সকালে আজ ইতিহাসের ভুবনে,
ফেলে ঘরবাড়ি।
বহুদিনের সাধনা চলেছি তাই দুজনে
হব পথচারী।
রেলগাড়ি ছাড়ি চলি দূরপাল্লার বাসে
দিতে হবে পাড়ি,
সবুজ শ্যামল মাঠ, কত ছবি চোখে ভাসে,
যেন মধু হাঁড়ি।
দেখিয়া মনুমেন্ট, জর্জ ওয়াশিংটন
কথা মনে আসে।
পেটোম্যাক নদীতীরে স্মৃতি জেফারসন
সরোবর পাশে,
ইতিহাস যেন আজ হাসে, চলেছে কালের পথ
ডাকিছে সবারে
কংগ্রেসের পাঠাগারে, শতাব্দীর চলে রথ
কেমন আহারে।
যে আব্রাহাম লিংকন মেমোরিয়াল দাঁড়ানো
মানবতার ডাক,
একতার এ বাঁধন আর যাবে না হারানো
সবে এক থাক,
হোয়াইট হাউসের কথা শত যুগ ধরে
জানে সব লোক।
পঞ্চাশ রাষ্ট্রের সেথা দিতে মিল করে
আছে ভালো ঝোঁক।
যে বিমান জাদুঘর ওয়াশিংটন কাছেতে
যুগের সাধনা,
কী মনোমুগ্ধকর দেখেছি আজ পাশেতে
মনের বাসনা ॥
আছে ক্যাপিটল হিল রাতে আলো ঝিলমিল
দেখে বহু লোক।
পথঘাট ভালো ছিল মন যেন ভরে দিল
সব শুভ হোক।
 
কমেন্ট বক্স




9