বিদীর্ণ বিস্তীর্ণ পথে হেঁটে হেঁটে ক্লান্ত আমি
ছায়াচ্ছন্ন মায়ায় অদৃশ্য হতে হতে নিরুদ্দেশ,
জলসাঘর থেকে ভেসে আসে ঘুঙুরের শব্দ
উলঙ্গ নৃত্যে ছিটকে যায় হাতের পেয়ালাটা।
বালার্ক পেরিয়ে দ্বিপ্রহরে ঘুম ভাঙে আলস্যে
নৈতিকতা শিকেয় তুলছে আঁধারের কীর্তি,
ভাটার তীব্র স্রোতে নেমে যায় অবশিষ্ট সম্মান
রিক্তহস্তে ঋণের অসুখ জমে থাকে মজ্জায়।
সেদিনের শুভাকাক্সক্ষীরা নিখোঁজ সংবাদে
আমি আমাকে যেন মানুষ ভাবতে ভয় পাই,
আজকের অপরিকল্পিত নগরায়ণ অগ্নিদগ্ধ;
নীল আকাশে তাকিয়ে দেখি পৃথিবীটা স্তব্ধ।