বেইমান

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১২:১৮ , চলতি সংখ্যা
জন্মের সাথে সাথেই এই পৃথিবীতে আগমন
এটাই চিরাচরিত নিয়ম হে মানব সন্তান।
তারপর শিশুকাল থেকে কার সান্নিধ্যে লালন-পালন
জন্মদাতা মা-বাপ কর্তৃক শুরু হয় এ দায়িত্ব গ্রহণ।
নিজের জীবন তুচ্ছ করে প্রিয় সন্তানের মুখে হাসি ফোটান
সন্তানের সুখের জন্য রাত-দিন, ঘুম-বিশ্রাম, নাওয়া-খাওয়া দেন বিসর্জন
জীবনের সবটুকু জীবনীশক্তি ব্যয় করে তাদের সকল অর্জন
সন্তানের পেছনে ঢেলে দিয়ে নিশ্চিত করেন সন্তানের উচ্চ আসন।
সেই বাবা-মাকে মনপ্রাণ উজাড় করে ভালোবাসার নেই কি প্রয়োজন?
বর্তমানে অনেক ক্ষেত্রে মা-বাবার অবদানের হয় না কাক্সিক্ষত মূল্যায়ন
সন্তানের অযত্ন-অবহেলার কারণে অনেক মা-বাবার বৃদ্ধাশ্রমে আশ্রয় গ্রহণ।
মডার্ন সভ্যতায় ভোগ-বিলাসে মত্ত অনেক সন্তান করছে না কর্তব্য পালন
সারা জীবন মা-বাবার স্নেহ-মমতায় বড় হয়ে তাদের করছে অপমান
ঐ সব কুলাঙ্গার সন্তানদের চিহ্নিত করে উচ্চকণ্ঠে বলি ‘বেইমান’।
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041