চৈত্রের নিঃসঙ্গ আকাশ দেখি
দেখি প্রতিদিন,
খরায় চৌচির ফসলের মাঠ
ফেটে যাওয়া যেন কৃষকের বুকের জমিন।
মাঝখানে শুধু অন্ধকার
মুখোমুখি বসিবার-
জাগে না সাধ আর তার
আরণ্যক সমুদ্রে শব্দের হাহাকার
বিষণ্ন সময় কাঁদে।
মানুষের মন যেন নির্বিবাদে
বাধা পড়ে সময়েরই কাছে
এর পরেও যেন আরো কিছু আছে
আছে খরা, জরা ও মৃত্যু-
আছে যুদ্ধ প্রতিদিন
আছে চৈত্রের খরা শেষে
বৈশাখের ঝলমল দিন।