Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ওয়াশিংটন দূতাবাসে  সাংবাদিক গোলাম মোর্তোজার যোগদান

ওয়াশিংটন দূতাবাসে  সাংবাদিক গোলাম মোর্তোজার যোগদান
সাংবাদিক, লেখক ও বিশ্লেষক গোলাম মোর্তোজা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার(প্রেস উইং) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত ১০ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। সচিব পদমর্যাদায় তিনি এ পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
গোলাম মোর্তোজা বাংলাদেশের সাংবাদিকতা জগতে এক পরিচিত নাম। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সমান দক্ষতায় কাজ করে তিনি ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন স্পষ্টবাদী ও দায়িত্বশীল বিশ্লেষক হিসেবে। তিনি ‘সাপ্তাহিক ২০০০’ পত্রিকার সম্পাদক ছিলেন এবং ‘দ্য ডেইলি স্টার’-এ রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে নিয়মিত কলাম লিখে আসছেন।
সাংবাদিকতার পাশাপাশি গোলাম মোর্তোজা লেখালেখিতেও সরব। তার রচিত বই ‘ফজলে হাসান আবেদ ও ব্র্যাক’ এবং ‘শান্তিবাহিনী : গেরিলা যুদ্ধের ইতিহাস’ পাঠকের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। বাংলাদেশের উন্নয়ন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ধারার ইতিহাসচর্চায় তার লেখার একটি মূল্যবান ভূমিকা রয়েছে।
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে তার নিয়োগ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের যোগাযোগ আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। একজন অভিজ্ঞ গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে গোলাম মোর্তোজার উপস্থিতি নিঃসন্দেহে দূতাবাসের কার্যক্রমে পেশাগত দক্ষতা ও গণসংযোগে নতুন মাত্রা যোগ করবে।
কমেন্ট বক্স