সিডিপ্যাপ গ্রহীতাদের মধ্যে এখনো যারা পিপিএলের কাছে কেস স্থানান্তর করেননি, তারা চাইলে সিডিপ্যাপ প্রোগ্রামের সুবিধা নিতে আগামী ১৫ মের মধ্যে কেস স্থানান্তর করতে পারবেন। যারা সিডিপ্যাপ ছেড়ে পিসিএসে গেছেন তারাও চাইলে কেস সিডিপ্যাপে নেওয়ার জন্য পিপিএলের কাছে নিবন্ধন করতে পারবেন। এ ব্যাপারে পিপিএলের সঙ্গে সরাসরি অথবা পিপিএলের এফআইয়ের মাধ্যমে যোগাযোগ করা যাবে।
পিপিএলের এফআই কমিটেড হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট গিয়াস আহমেদ বলেন, এখনো যারা পিপিএলের কাছে কেস স্থানান্তর করতে পারেননি বা করেননি, তারা চাইলে ১৫ মের মধ্যে কেস নিতে পারবেন। আমরা এ ব্যাপারে সহায়তা করছি। এখন যে অবস্থা, তাতে সবাইকেই পিপিএলের কাছে আসতে হবে। তবে এখানে আরও একটি চেষ্টা আছে, তা হলো এত বড় একটি সেবা খাত কেবল একটি প্রতিষ্ঠানকে দিয়ে করানো সংবিধান পরিপন্থী হচ্ছে কি না তা নিয়ে নতুন মামলা হতে পারে। তেমনি পুরোনো মামলাগুলোও চালানার প্রচেষ্টা রয়েছে। আমরা অপেক্ষা করছি কী হয় সেটি দেখার জন্য। তিনি বলেন, আসলে পিপিএল একটি প্রতিষ্ঠান। তার সহযোগী হিসেবে আরও যেসব প্রতিষ্ঠান এফআই হিসেবে কাজ করছে, তাদেরকে আমরা নিজস্ব সেবা দিচ্ছি না। আমরা কেবল পিপিএলের সেবা দেওয়ার জন্য সহায়কা ভূমিকা পালন করছি। তাই এটি অনেক প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা দিচ্ছে, বিষয়টি এমন নয়। বিষয়টি হলো পিপিএলের হাতে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে। পুরো সিডিপ্যাপ সে একাই নিয়ন্ত্রণ করছে। এ কারণেই কনস্টিটিউশন অনুযায়ী যাতে একাধিক প্রতিষ্ঠানের সেবা দেওয়ার সুযোগ থাকে, সেটি মাথায় রেখেই নতুন মামলা করার পরিকল্পনা রয়েছে। এদিকে পিপিএলের পক্ষ থেকেও একাধিক ভাষায় কথা বলার সুযোগ রাখা হয়েছে। পিপিএল বলছে, আমাদের কাছে একাধিক ভাষার লাইন রয়েছে। যদি আপনি আপনার ভাষা তালিকায় দেখতে না পান, তাহলে ১-৮৩৩-২৪৭-৫৩৪৬ নম্বরে পিপিএলের সঙ্গে যোগাযোগ করুন। তাদের অনেক বহুভাষিক এজেন্ট রয়েছে, যারা আপনাকে সহায়তা করার জন্য প্রস্তুত এবং ৩০০টি ভাষার জন্য নিবেদিতপ্রাণ অনুবাদক রয়েছে।