Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

গভর্নরের অংশগ্রহণে শুরু হলো ঠিকানার নিজস্ব স্টুডিওর যাত্রা

গভর্নরের অংশগ্রহণে শুরু হলো ঠিকানার নিজস্ব স্টুডিওর যাত্রা নিউইয়র্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ফুল দিয়ে স্বাগত জানান ঠিকানা ডিজিটালের চেয়ারম্যান মুশরাত শাহীন অনুভা
 বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ বারী টাওয়ারে প্রবাস থেকে প্রকাশিত বহুল জনপ্রিয় পত্রিকা ঠিকানা ও ঠিকানার নতুন প্রতিষ্ঠান ঠিকানা টিভির অফিস পরিদর্শন করেন। তিনি ১৯ এপ্রিল বেলা পৌনে বারোটার দিকে ঠিকানা অফিসে আসেন এবং প্রায় তিনটা পর্যন্ত সেখানে অবস্থান করেন। এই সময়ে তিনি ঠিকানা টেলিভিশনের নতুন নিজস্ব স্টুডিওর উদ্বোধনী গেস্ট হিসেবে ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টক শোতে অংশ নেন। অনুষ্ঠানটি ঠিকানার ইউটিউব চ্যানেল এবং ঠিকানা নিউজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়। মূলত ঠিকানার এই অনুষ্ঠান এত দিনে ম্যানহাটনের একটি স্টুডিও থেকে সম্প্রচার করা হচ্ছিল। ১৯ এপ্রিল এই নতুন স্টুডিও উদ্বোধন করা হয়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অংশগ্রহণের মধ্য দিয়ে ঠিকানার নিজস্ব স্টুডিওর যাত্রা শুরু হলো।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ঠিকানা অফিসে প্রবেশ করলে তাদের ফুল দিয়ে বরণ করেন ঠিকানার সিওও, রিভার পের সিইও এবং ঠিকানা টেলিভিশনের চেয়ারম্যান মুশরাত শাহীন অনুভা। এ সময় তাদের স্বাগত জানান ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন, রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠান রিভার পে ও বাংলাদেশি মোবাইল ফোন কোম্পানি রিভার-এর চেয়ারম্যান এবং ঠিকানা টেলিভিশনের কর্ণধার রুহিন হোসেন, ঠিকানা টেলিভিশনের প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীন প্রমুখ। পরে ঠিকানার কনফারেন্স রুমে অতিথিরা সেখানে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন, প্রধান সম্পাদক ফজলুর রহমান, সিনিয়র রিপোর্টার নাশরাত আর্শিয়ানা চৌধুরী, ঠিকানা পরিবারের অন্যতম সদস্য আবুল হাসনাত ও নাহিদুর রব। এ ছাড়া উপস্থিত ছিলেন ঠিকানা টেলিভিশনের কর্ণধার রুহিন হোসেন, ঠিকানা টেলিভিশনের চেয়ারম্যান মুশরাত শাহীন অনুভা, ঠিকানা টেলিভিশনের প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীন, হেড অব প্রোগ্রাম আবীর আলমগীর, বিজ্ঞাপন ম্যানেজার ড. রফিকুল ইসলাম, জিল্লুল করিম ও বিপ্লব। উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব আলতাফ হোসেন, অধ্যাপিকা হুসনে আরা, কমিটেড হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, আইবি টিভির কর্ণধার জাকরিয়া মাসুদ জিকো। তারাও এ সময় গভর্নরের সঙ্গে মতবিনিময় করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ঠিকানা টেলিভিশন ও ঠিকানা পত্রিকার জন্য পৃথক দুটি ইন্টারভিউ দেন। পাশাপাশি তিনি উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্ন শোনেন এবং মতবিনিময় করেন। ঠিকানা টেলিভিশনে তার সাক্ষাৎকারটি বিপুলসংখ্যক দর্শক দেখেন এবং দর্শকেরা তার প্রশংসা করেন। তিনি এই প্রথম কোনো বিদেশি পত্রিকা ও টিভিতে সাক্ষাৎকার দিলেন ও গণমাধ্যমের অফিস পরিদর্শন করলেন। ঠিকানা টেলিভিশন নতুন অফিসে আসার পর এখন একটি পূর্ণাঙ্গ টিভি চ্যানেল হিসেবে আসার প্রস্তুতি সম্পন্ন করছে। ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোর পর গভর্নর ও ডেপুটি গভর্নর মধ্যাহ্নভোজ শেষে ঠিকানা পরিবারের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। তিনি ঠিকানা পত্রিকা ও ঠিকানা টেলিভিশনের সফলতা কামনা করেন।
 
 
কমেন্ট বক্স