নিউইয়র্ক লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের সামনে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকালের সিটি এডিটর সঙ্গীত শিল্পী অনিক রাজকে মারধরের অভিযোগে অনলাইন সংবাদপত্র বাংলা প্রেস-এর সম্পাদক ছাবেদ সাথীকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ। গত ২৪ আগস্ট শনিবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
আহত সাংবাদিক অনিক রাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ২৫ আগস্ট রোববার সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন ছাবেদ সাথী।
সাপ্তাহিক আজকালের সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সাংবাদিক ছাবেদ সাথীসহ কয়েকজন মিলে সাংবাদিক অনিক রাজ, জাহিদ আলম ও আজিজুল হকের ওপর হামলা চালায়। অভিযোগ পেয়ে তিনি পুলিশে কল দেন এবং ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সাবেদ সাথীকে গ্রেপ্তার করে।
এদিকে পরিবারের দাবি, প্রথমে ছাবেদ সাথীর ওপর হামলা চালানো হয়েছে। ছাবেদ সাথীও পুলিশে কল করেছিলেন। কিন্তু ব্যবসায়ী শাহনেওয়াজের কলের ভিত্তিতেই পুলিশ আগে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়।
ঘটনার পর শাহনেওয়াজ সাংবাদিকদের সামনে ব্রিফিং করে ছাবেদ সাথীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।