Thikana News
০৩ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

ওজোনপার্কে  পথমেলা

ওজোনপার্কে  পথমেলা
নিউইয়র্কের ব্রকলিনের ওজোন পার্কে গত ২৪ আগস্ট রোববার অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের বর্ণাঢ্য পথমেলা। সকাল থেকে সন্ধ্যা অবধি মেলায় ছিল বাংলাদেশি বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের স্টল। নারী উদ্যোক্তারাও তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেন মেলায়। হাজারো প্রবাসী বাংলাদেশি দিনভর ঘুরে ঘুরে তাদের পছন্দের পণ্য কিনে নেন। 
মেলায় বিভিন্ন পর্যায়ে মূলধারার জনপ্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে মেলা। ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এম এন জামান লাল্টু। 
মেলার প্রোগ্রাম কমিটির কনভেনর হিসেবে ছিলেন হেলালুর রহমান হেলাল এবং চিফ কো-অর্ডিনেটর ছিলেন মাহতাবুর রহমান। 
অনুষ্ঠানের আয়োজক এম এন জামান লাল্টু বলেন, বাংলাদেশিরা আমেরিকার মাটিতে নিজস্ব সংস্কৃতিকে ছড়িয়ে দিচ্ছেন। এই মেলার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা যুগ যুগ ধরে এমন মেলার আয়োজন করে আসছি। এটি আমাদের একে অপরের প্রতি ভালোবাসা ও ভাতৃত্ববন্ধনের প্রতীক।
অনুষ্ঠানের মূল মঞ্চে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এতে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত সব শিল্পীরা সঙ্গীত পরিবেশ করেন। এর মধ্যে ক্যাপ্টেন ব্যান্ডও পারফর্ম করে। 
এছাড়া মেলায় ছিল বিভিন্ন মুখরোচক খাবারের আয়োজন। পুরো মেলায় ফুটে উঠে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি। সব মিলিয়ে একটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে শেষ হয় মেলা।
 
কমেন্ট বক্স



9