গত ২৪ আগস্ট রোববার সন্ধ্যায় নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখার পর ছিল প্রবাসীদের প্রশ্নোত্তর পর্ব। কিন্তু সেখানে প্রশ্ন করা নিয়ে রীতিমত প্রতিযোগিতা শুরু হয়। কে কার আগে প্রশ্ন করবেন এজন্য মাইক্রোফোনের দখল নেওয়ার চেষ্টা করেন অনেকে। কিন্তু কাঙ্খিত প্রশ্ন করতে না পেরে অনেকে ক্ষুব্ধ হয়ে ওঠেন।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন। তিনি যার নাম ঘোষণা করছিলেন তিনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছিলেন। এতেও অনেকে অভিযোগ করে বলতে শুরু করেন যে কনসাল জেনারেল শুধু বাঁয়ে বসা লোকজনকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন। জবাবে কনসাল জেনারেল বলেন, যিনি আগে হাত তুলছেন তিনি আগে প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। আট থেকে ১০ জন প্রশ্ন করার পর একপর্যায়ে তথ্য উপদেষ্টা প্রশ্ন নেওয়া শেষ করেন। এতে ডানে বসা অনেকে চেঁচামেচি শুরু করেন। চার-পাঁচজন একসাথে চেঁচানো শুরু করলে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসর প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কনস্যুলেটের কাউন্সেলর ইসরাত জাহান সবাইকে শান্ত হওয়ার বিনীতি অনুরোধ করেন।