সাপ্তাহিক আজকাল সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ সবার সঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, হিংসা-বিদ্বেষ পরিহার করুন। হিংসা-বিদ্বেষ সমাজকে কলুষিত করে। আমাদের কমিউনিটিকে পিছিয়ে দেয়। ২৬ আগস্ট মঙ্গলবার রাতে নিউইয়র্কের উডসাইডে গুলশান টেরেসে আয়োজিত এক সংহতি সমাবেশে এ আহ্বান জানান শাহনেওয়াজ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘবদ্ধ অপপ্রচার ও ভিত্তিহীন কুৎসার প্রতিবাদে এই সংহতি সমাবেশের আয়োজন করেন শাহনেওয়াজ ও তাঁর শুভানুধ্যায়ীবৃন্দ।
শাহনেওয়াজ বলেন, আমার মালিকানাধীন প্রতিষ্ঠানে অনেকে কাজ করেন। তারা কেউ আমার চাকর নয়, সহকর্মী। তাদের ব্যক্তিগত কোনো বিষয়ে আমি কখনো হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি না। তিনি বলেন, আমার বিরুদ্ধে কেউ কিছু লেখেন না। যাদের বিরুদ্ধে লেখেন, তারা নিশ্চয় কিছু করেন বলেই লেখেন। তারপরও আমার আহ্বান থাকবে, এসব থেকে সবাই বিরত থাকুন।
শাহনেওয়াজ আরো বলেন, চলার পথে আমাদের অনেকেরই ভুলভ্রান্তি হয়। কিন্তু এ কারণে কারো বিরুদ্ধে কুৎসা রটনা গর্হিত কাজ। তিনি বলেন, চলার পথে আমারও ভুল হতে পারে। কেউ আমার দ্বারা কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি।
সংহতি সমাবেশে আরো বক্তব্য দেন শাহনেওয়াজের সহধর্মিনী ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী রানো নেওয়াজ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।