নিউইয়র্কে মূলধারার সংগঠন বাংলাদেশি হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড লিডারশিপ আউটরিচ-এর (ভালো)’র উদ্যোগে ব্যাক-টু-স্কুল কর্মসূচি পালিত হয়েছে। ২৬ আগস্ট মঙ্গলবার নিউইয়র্কের জ্যামাইকায় আয়োজিত এই কর্মসূচিতে শতশত স্কুলগামী শিশু ও তাদের অভিভাবক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উপহার সংগ্রহ করেন। ইভেন্টে অংশ নেওয়া শিশুদের হাতে তুলে দেওয়া হয় স্কুলব্যাগ, খাতা-কলমসহ নিত্যপ্রয়োজনীয় শিক্ষা উপকরণ। নতুন শিক্ষাবর্ষের শুরুতে এমন উপহার পেয়ে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয় উচ্ছ্বাস আর আনন্দ। অভিভাবকদের মুখে ফুটে ওঠে কৃতজ্ঞতার হাসি।

সংগঠনের প্রতিনিধিরা জানান, অভিবাসী পরিবারগুলোকে নতুন স্কুল বছরের প্রস্তুতিতে সহায়তা করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন উৎসাহ ও উদ্দীপনা নিয়ে তাদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারে এই ছোট্ট প্রয়াস ছিলো সেই যাত্রারই অংশ।
স্থানীয় কমিউনিটি লিডাররাও অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘ভালো’র ব্যাক-টু-স্কুল কর্মসূচিকে স্বাগত জানান। তারা বলেন, এ ধরনের আয়োজন শুধু শিক্ষার্থীদের সহায়তা করে না, বরং কমিউনিটির ভেতরে ঐক্য ও সহযোগিতার পরিবেশও তৈরি করে।
দিনভর শিশুদের হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল, আর অভিভাবকেরা মনে করেন- এমন আয়োজন তাদের সন্তানের নতুন শিক্ষাবর্ষে আত্মবিশ্বাসী সূচনা করতে বিশেষ সহায়ক হবে।

‘ভালো’র এই কর্মসূচিতে কমিউনিটি পার্টনার ছিল- ডিএইচ কেয়ার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, বাংলাদেশি আমেরিকান বিজনেস সোসাইটি অব হিলসাইড অ্যাভিনিউ (ব্যবসা), জ্যামাইকা সিনিয়র সেন্টার, এমইউএস কেয়ার, এমইউএস ভোট, গেটওয়েল মেডকেয়ার, ফ্যামিলি কেয়ার ফার্মেসি, বেস্ট স্কোর, ব্রুকলিন ইমিগ্র্যান্ট কমিউনিটি, আরকিউএম টিউটোরিয়াল, ইলহাম একাডেমি, খানস টিউটোরিয়াল, লাইফ অব হোম, ক্রিসেন্ট কমিউনিটি পেট্রল (সিসিপি), ট্রাস্ট এইড এবং বেঙ্গলিজ অব নিউইয়র্ক (বনি)।