Thikana News
১৪ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

সিঙ্গেল স্টুডেন্টদের কখন ট্যাক্স ফাইল করতে হবে

সিঙ্গেল স্টুডেন্টদের কখন ট্যাক্স ফাইল করতে হবে সংগৃহীত
একজন সিঙ্গেল ও ডিপেন্ডেন্ট স্টুডেন্ট ওয়ার্কারের ইনকাম যদি ২০২৪ সালে ১৪ হাজার ৬০০ ডলার স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা অতিক্রম করে, তাহলে তাকে ট্যাক্স ফাইল করতে হবে। তবে যারা ডব্লিউ টুতে কাজ করেন, তাদের আয়ের সময়ে প্রতি পে-চেকে আয়কর কর্তন করা হয়। এ কারণে যারা আয়কর আগেভাগেই দিয়ে থাকেন, তাদের ফাইল করার সময় যদি দেখা যায়, তিনি বেশি ট্যাক্স দিয়েছেন, তাহলে সেই অর্থ রিফান্ড পাবেন। ২০২৪ সালের ট্যাক্স ফাইলের সিঙ্গেল আয়ের সীমা হচ্ছে ১৪ হাজার ৬০০ ডলার। নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি সিঙ্গেল হলে তাকে ১৪ হাজার ৬০০ ডলার পর্যন্ত ফেডারেল কোনো কর দিতে হবে না। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন।
এ বিষয়ে সিপিএ জাকির চৌধুরী বলেন, একজন সিঙ্গেল ডিপেন্ডেন্ট স্টুডেন্ট যদি ১৪ হাজার ৬০০ ডলার পর্যন্ত ইনকাম করেন, তাহলে তার জন্য ট্যাক্স ফাইল করা জরুরি নয়। তিনি যদি ডব্লিউ-২-তে কাজ করেন, সে ক্ষেত্রে তার ট্যাক্স কাটান। তিনি চাইলে তা ট্যাক্স ফাইল করে ফেরত চাইতে পারেন। আইআরএস সেটি ফেরত দেবে। কেউ যদি এর বেশি কাজ করেন বা কোনো স্টুডেন্ট যদি ফুলটাইম কিংবা পার্টটাইম কাজ করেন, তাহলে তার আয়ের অর্থের পরিমাণ বেশি হলে ট্যাক্স ফাইল করতে হবে। ট্যাক্স ফাইল করলে তিনি আর্নড ইনকাম ক্রেডিট দাবি করতে পারেন। তিনি তার লেখাপড়ার জন্য আমেরিকান অপরচুনিটি ক্রেডিট পাবেন, যদি আন্ডারগ্র্যাজুয়েট লেভেলের লেখাপড়া করেন। এটি চার বছর পর্যন্ত দিয়ে থাকে। আর গ্র্যাজুয়েট লেভেল হলে লাইফটাইম অপরচুনিটি ক্রেডিট পাবেন। এই ক্রেডিট পাওয়ার জন্য নির্ধারিত কোনো বয়স নেই। তিনি যখনই লেখাপড়া করবেন, তখনই তিনি এই ক্রেডিট পাবেন। এখানে বলে রাখা প্রয়োজন, কেউ যদি তার কলেজ বা বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির চেয়ে বেশি অর্থ স্কলারশিপ, গ্র্যান্ট হিসেবে পান, তাহলে তিনি লেখাপড়ার জন্য আমেরিকান ক্রেডিট পাবেন না। বরং তিনি যে পরিমাণ অর্থ তার কলেজের টিউশন ফি ও সকল খরচের বাইরে আয় করবেন, সেই অর্থ তিনি রুম ও বোর্ড হিসেবে খরচ করলেও তার আয় হিসেবে বিবেচিত হবে এবং এই অর্থের জন্য কর দিতে হবে।

 
কমেন্ট বক্স