Thikana News
১৪ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

প্রেমের অভিসার

প্রেমের অভিসার
প্রেমের কামনায় কাছে টানে এই দেহ
গভীর ঘুমে ঢাকা রাতের পৃথিবী,
অভিসারে মেতে ওঠে জীবন্ত সময়
মেতে ওঠে সন্ধ্যার রক্তলাল করবী।
দু’চোখেতে আগুনের ফুলকির শিখা
ধমনির রক্তে বাঁধভাঙা উন্মাদনা,
বসন্ত বাতাসে বাজে প্রেমের বাঁশি
সে যেন এক মধুর সুরের অবতারণা।
জ্বলজ্বলে ঝাড়বাতির মৃদু আলোয়
চোখে চোখ রেখে প্রেমের ঝলকিত শিস,
ছোঁয়ায় জাগে নৈসর্গের শারদ তরঙ্গ
মাদল শরীরে বাজে সুধার মধুবিষ।
নৃত্যরত এ প্রেম কি শুধু দেহের ভাষা?
নাকি দুটি মনের বাঁধন, আশার উপাসা?
 
কমেন্ট বক্স