বিচার না হলে মানুষের আদালতে,
সময় করবে সে বিচার একদিন,
যাদেরকে তুমি টেনে নামিয়েছ পথে
সে পথ তোমাকে ঠিকই করবে লীন।
সময় যখন বিচারের ভার নেয়
সাক্ষী প্রমাণ কিছুই লাগে না তাঁর,
পাপের শাস্তি পাবে তুমি ভুল নেই
নিয়ম তোমাকে কিছুতে দেবে না ছাড়।
ওই আদালতে চলে না গায়ের জোর,
ওখানে থাকে না পক্ষপাত ও ঘুষ,
সময় থাকতে বিবেকের খুলো দোর
ফেরাও চেতনা মানবিকতা ও হুঁশ।
অধিকার কেড়ে অধিকার নিতে গেলে
সময় তোমাকে কখনো দেবে না ছেড়ে,
বুদ্ধি-বিবেক অন্তরে যদি খেলে
আমার কথাটি একটু দেখিও নেড়ে।