Thikana News
১৪ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

অন্তর্বর্তী সরকারের হাতেই শেখ হাসিনার ফাঁসি

আ.লীগকে নিয়েই ডিসেম্বরে নির্বাচন
অন্তর্বর্তী সরকারের হাতেই শেখ হাসিনার ফাঁসি ছবি: সংগৃহীত
‘১৮ মাসেই নির্বাচন : নয়তো সেনাশাসন!’ এই শিরোনামে ‘ঠিকানা’ রিপোর্ট ছাপে ২০২৪-এর সেপ্টেম্বরে। আসন্ন নির্বাচন নিয়ে প্রথম আগাম রিপোর্ট সেটি। সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়ে ছাপানো প্রতিবেদনটি শেষ পর্যন্ত সত্য বলে প্রমাণিত হলো। ২০২৫-এর ৬ ডিসেম্বর সংসদ নির্বাচনে প্রস্তুতি চলছে। সর্বশেষ বৈঠকে বিএনপি প্রতিনিধিদলকে তেমনটি জানানো হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকায় মার্কিন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’-ও একই তথ্য পেয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তা জানিয়েছেন। আ.লীগকেও নির্বাচনে নিতে আলোচনা হয়েছে।
২০২৪-এর ৫ আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে পরাভূত হয় আ.লীগ সরকার। পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ আগস্টে প্যারিস থেকে ফিরে সরকার গঠন করেন ড. ইউনূস। ৬ মাসের মাথায় দেশে ভাঙা হয় বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি। সারাদেশে আ.লীগের ১৮ নেতার বাড়ি ভাঙচুর, লুটপাট হয়। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে ছাত্র-জনতার এমন বিপ্লব। বিষয়টি বিশ্বব্যাপী আলোড়ন তোলে। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক বলে আশঙ্কা ওঠে। ৫-৬ ফেব্রুয়ারির ঘটনায় ইউনূস সরকার ব্যাপক সমালোচনার মুখে এখন। ১০ ফেব্রুয়ারি ‘একুশে বইমেলায় নাজেহাল’ হন তসলিমা নাসরিনের বই-এর প্রকাশক। মৌলবাদীদের দ্বারা আক্রান্তের বিষয়টিও বিদেশি মিডিয়ায় প্রচারণা পাচ্ছে।
ট্রাম্প-মোদী বৈঠকে হাসিনা প্রসঙ্গ : আ.লীগকে নির্বাচনে নিতে ত্রিমুখী চাপ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারত-প্রধান নরেন্দ্র মোদীর বৈঠক। পুরনো দুই ঘনিষ্ঠ নেতার বৈঠক ১২-১৩ ফেব্রুয়ারি। আলোচ্য শীর্ষ ১০ বিষয়ের তালিকায় বাংলাদেশও রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয়দানের প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চীনের আধিপত্য রোধে ট্রাম্প-মোদী নতুন ঐকমত্য খুঁজছেন। একই সমীকরণে বাংলাদেশকে মুঠোবন্দি রাখতে চায় ভারত। সেক্ষেত্রে হাসিনা-রাজনীতির পুনর্বাসনে আগ্রহী ভারত। মার্কিন প্রেসিডেন্টের সাড়া পেলে শুরু হবে রাজনীতির নতুন খেলা। এপ্রিলের ৫ তারিখে মালয়েশিয়ায় ‘বিমসটেক সম্মেলন’। তাতে ভারত-প্রধান মোদী ও বাংলাদেশ-প্রধান ড. ইউনূস অতিথি। সংঘাতকে সমঝোতায় পরিণত করতে দুই নেতা বৈঠকে বসবেন। সচেতনমহলের মতে, আলোচনায় হাসিনা প্রসঙ্গ উঠবে। আ.লীগকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত হবে। অন্যদিকে হাসিনার আক্রমণাত্মক রাজনীতি পরিহাসের দাবিও উঠবে।
নির্বাচনে আ.লীগকে রাখতে পরোক্ষ দাবি জানিয়েছে দুটি দেশ। আমেরিকা ও অস্ট্রেলিয়া মৃদু দাবি তুলেছে। ‘মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স’ আন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছেন। অর্থাৎ প্রাচীন ও নির্বাচন-নিবন্ধিত দল আ.লীগও থাকবে। অস্ট্রেলিয়ান পার্লামেন্টে দ্রুত নির্বাচনের কথা উঠেছে। আ.লীগকে নির্বাচনী সুযোগ প্রদানের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি মানবাধিকার সুরক্ষায় ‘মব’-এর কার্যক্রম থামানোর প্রস্তাব উঠেছে।
আ.লীগকে নির্বাচনে নিতে বিপ্লবী ছাত্র শক্তির না : হাসিনা গং-এর ফাঁসির দায় ইউনূসের কাঁধে ফেলছেন রাজনীতিকেরা
জুলাই আন্দোলনের কুশীলবরা আ.লীগকে নিষিদ্ধের দাবিতে সোচ্চার। সেক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি  একাট্টা। ৫ ফেব্রুয়ারির বুলডোজার কর্মসূচিতে দেখিয়েছ শো-ডাউন। ৩২ নম্বর ও সারাদেশে ১৮টি আওয়ামী-বাড়ি ভেঙেছে। ৫ আগস্টের পর এটি বিপ্লবের ‘সেকেন্ড ওয়েভ’ বলা হচ্ছে। এমনটি বহাল থাকলে অন্তর্বর্তী সরকারের সঙ্গেও বিরোধ বাড়বে। শেখ হাসিনাসহ অপরাধী আ.লীগ নেতাদের ফাঁসি চায় তারা। অযথা সময় ক্ষেপণের অভিযোগও তোলা হচ্ছে। তাঁদের মতে, নিহত সহস্রাধিক শহীদের আত্মা কষ্ট পাচ্ছে। বিচার নিশ্চিত করার পর নির্বাচনের কথা বলা হচ্ছে। নিজেরাও নির্বাচনী দল গঠনে উদ্যোগী হয়েছে।
দ্রুত নির্বাচন চেয়েছিলো বিএনপি, জামায়াত, অন্যান্য দল। তবে একটি গোপন সমঝোতায় নির্বাচন ডিসেম্বরে যাচ্ছে। তা হলো, রাজনৈতিক সংস্কার ও শেখ হাসিনার ফাঁসির রায়। অক্টোবরের মধ্যেই রায় চূড়ান্ত হবে বলে ঘোষণা এসেছে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তিনটি রায়ের খবর দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, ইউনূস সরকারের মাধ্যমেই ফ্যাসিবাদের বিচার হোক। নোবেল বিজয়ীর শাসনকালেই হাসিনা গং রায় পাক। তাহলে আর ভবিষ্যৎ ক্ষমতাবানদের কাঁধে খুনোখুনির দায় বর্তাবে না। 
কমেন্ট বক্স