আকাশের দিকে অগণন দৃষ্টি লক্ষ্যস্থল ভেদ করে,
যেখান থেকে প্রথম তিথির মাহেন্দ্রক্ষণ বৃষ্টি হয়ে ঝরে।
সেখানে আজ উঁকি দিলে শশী সন্ধ্যার আকাশে
প্রাণোচ্ছল উৎসব আলোড়িত হবে অনাবিল উচ্ছ্বাসে।
আনন্দে উদ্বেলিত বিভেদ ভুলে সমতার সম্মিলন
সম্প্রীতিতে ভরে উঠবে কোলাকুলির আলিঙ্গন।
জাকাত ফিতরার সুষ্ঠু বণ্টনে সচেতন হলে বিত্তবান
সবার ঈদ খুশির হয় সার্থক হবে রমজান।
মানুষে মানুষে দ্বন্দ্ব হয়তো যথাযথ হবে না বন্ধ,
তবুও সিয়াম সাধনায় আছে মগজ ধোলাইয়ের ছন্দ।
রোজার এক মাস সংযমের মাস মানুষ হতে শেখায়
ধৈর্য আর সহ্য দিয়ে আত্মশুদ্ধির আলো ছড়ায়।
প্রথম প্রহরে ঈদগাহে হবে মানুষের মহামিলন,
খোশ আমদেদে পরিপূর্ণ হবে সব গৃহের আয়োজন।
ছোট-বড় দুঃখগুলো নতুন পোশাকে হবে আড়াল,
একা নয়, সবাইকে নিয়ে যেন ভালো থাকি চিরকাল।