Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

নিউইয়র্কের নাগরিকদের মাঝে দৈনিক ১০০ কোটি বিলিয়ন গ্যালন ট্যাপের পানি সরবরাহ করা হয়

ডিইপি’র তথ্য প্রকাশ : সিটির নিরলস প্রচেষ্টা
নিউইয়র্কের নাগরিকদের মাঝে দৈনিক ১০০ কোটি বিলিয়ন গ্যালন ট্যাপের পানি সরবরাহ করা হয়
নিউইয়র্কের প্রায় এক কোটি মানুষের জন্য প্রতিদিন বিশ্বের সেরা মানের ১০০ কোটি গ্যালনের বেশি বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। আর এ কাজটি নিরলসভাবে করে যাচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল প্রোটেকশন (ডিইপি)।
প্রতিদিন ৯৮ লাখের বেশি নিউইয়র্কবাসীকে একশ কোটি গ্যালন ট্যাপের পানি সরবরাহ করা হয়। নিউইয়র্ক সিটির পানি যেনো ট্যাপের পানির শ্যাম্পেন! নিউইয়র্কবাসী সৌভাগ্যবান যে তাদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহে রয়েছে নিবেদিতপ্রাণ বিশাল একটি বিজ্ঞানী দল, প্রকৌশলী এবং উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাদার প্রায় ৬ হাজার কর্মী।
নিউইয়র্ক সিটির পানীয় জল সরবরাহের উৎস আপস্টেট জলাধার, ফিডার স্ট্রিম ও বিভিন্ন কূপ।
পানি সরবরাহের পরিকাঠামোকে আপগ্রেড ও পুনর্বাসন করতে এবং পানির গুণমান রক্ষায় যথেষ্ট বিনিয়োগ করা হয়েছে। বর্তমানে ক্যাটস্কিল এবং ডেলাওয়্যার জলাশয়ে মাল্টি-বিলিয়ন ডলারের বিভিন্ন প্রকল্প চলছে। খাওয়ার পানির উচ্চ গুণমান বজায় রাখার জন্য বেশ কিছু জলাশয় সুরক্ষা এবং দূষণ প্রতিরোধ কর্মসূচি পরিচালনার জন্য ১০০ কোটি ডলারের বেশি বরাদ্দ রয়েছে। নিউইয়র্ক সিটির পানীয় জল ২০২৩ সালেও চমৎকার মানের ছিল। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য করণীয় সব পদ্ধতি অনুসরণ করা হয়। ডিইপি বিজ্ঞানীরা ওয়াটারশেড ও জলাধার সিস্টেম এবং শহরের প্রতিটি মহল্লার রাস্তার পাশের প্রায় ১,০০০ স্যাম্পলিং স্টেশন থেকে ৪৪ হাজার ৮০০টি নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করেছেন। তারা এসব নমুনা চারটি উচ্চমানের পরীক্ষাগারে ৫ লাখ ৮৯ হাজার ৫০০ বার পরীক্ষা করেছেন।
এছাড়া নিউইয়র্ক সিটিতে সেরা মানের পানি সরবরাহ নিশ্চিত করার জন্য রিজার্ভার ও স্ট্রিমগুলোতে রোবোটিক মনিটরিং স্টেশনগুলো ২৪ লাখ বার পরীক্ষা চালিয়েছে।
পানি জীবানুমুক্ত করতে বিজ্ঞানীরা ক্লোরিন ও অতিবেগুনি রশ্মিসহ নানা উপকরণ ও পদ্ধতি ব্যববহার করেন। এছাড়া খাবারের উপযুক্ত ফসফরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রক্সাইড ও ফ্লোরাইড মেশানো হয়।
নিউইয়র্ক সিটির পানি সরবরাহ ব্যবস্থা:  নিউইয়র্ক সিটির ৮৮ লাখের (৮.৮ মিলিয়ন) বেশি বাসিন্দা এবং ওয়েস্টচেস্টার, পুটনাম, অরেঞ্জ ও আলস্টার কাউন্টিতে বসবাসকারী ১০ লাখ (এক মিলিয়ন) লোকের জন্য প্রতিদিন এক কোটি গ্যালনের বেশি নিরাপদ ও উচ্চ-মানের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হয়।
নিউইয়র্ক সিটি ১৯টি জলাধার এবং প্রায় ২,০০০-বর্গ-মাইলজুড়ে ছড়িয়ে থাকা তিনটি নিয়ন্ত্রিত হ্রদ থেকে পানীয় জল পায়। জলাশয়গুলো- শহরের ১২৫ মাইল উত্তরে আপস্টেটের হাডসন ভ্যালি এবং ক্যাটস্কিল পর্বতমালার কিছু অংশ পর্যন্ত বিস্তৃত। নিউইয়র্ক সিটির পানি সরবরাহ ব্যবস্থা ক্যাটস্কিল/ডেলাওয়্যার এবং ক্রোটন নামে দুটি প্রাইমারি সারফেস ওয়াটার সিস্টেমের সমন্বয়ে গঠিত। দক্ষিণ-পূর্ব কুইন্সে ভূগর্ভস্থ জল সরবরাহ পরিচালনার জন্য সিটির একটি অনুমতিও রয়েছে, যদিও সেই সিস্টেমের পানি বহু বছর ধরে গ্রাহকদের দেওয়া হয়নি। ২০২৩ সালে ডিইপি নিউইয়র্ক সিটিতে মোট ৩৬৮.৩ বিলিয়ন গ্যালন পানীয় জল সরবরাহ করে। কিন্তু সিস্টেম থেকে মোট ৩৮৫.৬ বিলিয়ন গ্যালন সংগ্রহ করেছিল। ডিইপি এছাড়াও এনওয়াইসির বাইরে ৭০টি কমিউনিটি এবং ইসস্টিটিউশনে ৩৬.৯ বিলিয়ন গ্যালন পানি বিতরণ করে। ক্যাটস্কিল/ডেলাওয়্যার ৯৫ শতাংশ এবং ক্রোটন ৫ শতাংশ পানি সরবরাহ করে থাকে। ডিইপির হিসাব অনুযায়ী ২০২৩ সালে বিতরণ করা পানির ১৪.৭% থেকে কোনো আয় হয়নি।
ট্যাপের নিরাপদ পানি পান নিশ্চিত করার জন্য নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ (NYSDOH) এবং ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (EPA) বিভিন্ন নিয়ম নির্ধারণ করে যা পাবলিক ওয়াটার সিস্টেম দ্বারা প্রদত্ত পানি নির্দিষ্ট দূষিত পদার্থের পরিমাণ সীমিত করে।
কমেন্ট বক্স