-ওই দিন ঝড়ের রাইতে আপনার কাছে একজন লোক আইছিল।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প একরাত্রি’র নামটা তৎক্ষণাৎ টিক করে উঠল মাথার মধ্যে।
ঝড় ও জলের রাতের সেই সুরবালার মতো মনে হল নিজেকে। অথচ কি আশ্চর্য্য লোকটা যখন আসল, আমি তখন বাসায় ছিলাম না। হাওয়া বদল করতে গিয়েছিলাম রোড আইল্যান্ডের উপকূলবর্তী শহর নিউপোর্টে।
রোড আইল্যান্ড থেকে ফেরার পরে বাসার চাবি চাইতে গেলে পাশের ফ্ল্যাটের বৃদ্ধ প্রতিবেশী রীতিমতো চমকে দিয়ে খবরটা জানালেন। আগের রাতের ঝড়ের তীব্রতা আর ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনার জন্য তখন মনে মনে আগ্রহী ছিলাম। নিউইয়র্ক শহরের ইতিহাসে এমন ভয়াবহ দুর্যোগ কখনও দেখা যায়নি- এমন উল্লেখ করে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এরইমধ্যে। কারো কারো বাসায় পানি ঢুকে গেছে, বেসমেন্টে পানিতে আটকে সলিল সমাধির ঘটনাও ঘটেছে।
ইস্ট এলমহারস্টের এত কাছে থেকেও এস্টোরিয়াবাসী সেভাবে ক্ষতিগ্রস্ত না হওয়াকেÑ ঈশ্বরের আশির্বাদ হিসেবে ভাবছিলাম। এমন সময় বৃদ্ধ প্রতিবেশী, যাকে আমরা ‘মুকুলের বাবা’ ডাকি, আচমকা বলে বসলেন ঝড়ের রাতের আগন্তুকের কথা।
-আমার কাছে এত রাতে কে আসবে? আশ্রয় নিতে এসেছিল বলে তো মনে হয় না! কারণ সে তো ঝড় শুরুর সঙ্গে সঙ্গে চলে গেছে বললেন! আপনি কি ওনার নাম জিজ্ঞাসা করেছিলেন?
Ñনাম জিগাইছিলাম। কিন্তু কিছু তো কইল না। শুধু কইল, আপনি ওনাকে ভালোভাবেই চেনেন। আরেকদিন আসবেন কইছেন। বাড়ি কোথায় জিজ্ঞাসা করেছিলাল। কইল, কুমিল্লার শাহরাস্তিতে।
গ্রামের আলপথ থেকে উঠে আসা মানুষ মুকুলের বাবা। গরমকালে লুঙি কোচা মেরে, খালি গায়ে গামছা পরে ঘুরে বেড়ান বাড়ির সামনে লনে। ওনার পক্ষে অপরিচিত কাউকে পেলে প্রথমেই বাংলাদেশের কোন জেলায় বাড়ি সেটাই জানতে চাওয়ার কথা!
‘শাহরাস্তি’ ‘কুমিল্লা’ কই সেখানকার কাউকে তো চিনি না! মনের এই অনিশ্চয়তার মধ্যে হঠাৎ করে আব্বার কথা মনে পড়ল। আব্বা পাড়া প্রতিবেশীদের কাউকে কাউকে তার এলাকার নাম ধরে ডাকতেন। প্রতিবেশী গণি মিয়াকে যেমন ডাকতেন ‘সুরেশ্বর’ বলে। গণি মিয়া ছিলেন সুরেশ্বর পীরের মুরিদ। আমাদের বাসায় এলে নেচে গেয়ে শোনাতেন-
‘সুরেশ্বরের ভাইরা কয়
নাইচা গাইয়া করমু জিকির
যেমনে খোদা রাজী হয়।’
দুই দিন পরে রাস্তার ওপাশে আবদুল লতিফকে দেখে বিদ্যুৎ চমকের মতো বুঝে গেলামÑ ওইদিন ঝড়ের রাতে কে এসেছিল বাসায়!
চেরি ভ্যালি থেকে গ্রোসারি করে মাত্র বের হয়েছি। রাস্তার এপাশ থেকে দেখছিলামÑ আবদুল লতিফ হন্তদন্ত হয়ে কোথাও যাচ্ছেন। সব সময় ওনার মধ্যে কিসের যেন তাড়া থাকে। চোখের দৃষ্টি থেকে পুরো অবয়বে এক ধরনের খ্যাপাটে ভাব। ঝড়ের রাতে আসার মতো অপ্রত্যাশিত ঘটনা শুধু উনিই ঘটাতে পারেন।
আগেও তিনি এক দিন দুপুর বেলা হঠাৎ করে আমার বাসায় এসে হাজির হন। উনি আমাকে কিছু বলতে চান! কিন্তু, মনে মনে গুছিয়ে উঠতে পারছেন না কিভাবে বলবেন! ওইদিন দুপুরে বাসায় বেশ কয়েকজন মেহমান থাকাতে আলাদা করে ওনার সঙ্গে কথা বলতে পারিনি। বিভিন্ন রকম খাবারের পদ দিয়েছিলাম সামনে। কিন্তু উনি জানালেন, দুপুরের খাবারের পর্ব শেষ করেই এখানে এসেছেন।
ওই দিন ঘুরে ফিরে বলছিলেন মেয়ের কথা। ডাক্তার মেয়ে কিভাবে বাবাকে স্পন্সর করে এই দেশে এনেছে, কত যত্ন করে, খেয়াল রাখে বাবারÑ ইত্যাদি ইত্যাদি! কর্মজীবী হওয়ার পরে কিভাবে এত পদ রান্না করি সেটা খুটিয়ে খুটিয়ে জানতে চাইছিলেন আমার কাছে। ডাক্তার মেয়েকে ঘরে বাইরে কাজ সামাল দিতে খুব হিমশিম খেতে হয় বললেন বারবার।
-চাচা কোথায় চললেন?
দ্রুত রাস্তা পার হয়ে আবদুল লতিফকে পাকড়াও করলাম। বরাবরের মতো একটা ঘোরের মধ্যে চলছেন তিনি। তার তাকানো দেখে মনে হলো শুরুতে তিনি আমাকে চিনতে পারছেন না।
-নাতনীকে স্কুল থেকে আনতে যাচ্ছি।
-আচ্ছা আঙ্কেল, আপনি কি দুই দিন আগে ঝড়ের রাতে আমার বাসায় এসেছিলেন?
আবদুল লতিফ কিছু না বলে থেমে গেলেন।
-আমার কন্যার ওই দিন জন্মদিন ছিল। এস্টোরিয়ার থার্টি ফাইভ এভিনিউতে আলাউদ্দীন নামে একটা রেস্টুরেন্ট আছে না, ওখানে সবাই মিলে খেতে গিয়েছিলাম। বাসায় ফেরার সময় ভাবলাম আপনাকে মেয়ের জন্মদিনের কেক দিয়ে যাই। পরে এভাবে ঝড় বৃষ্টি শুরু হবে বুঝতে পারি নাই।
-আহা! বাসায় না থাকায় আপনার মেয়ের জন্মদিনের কেক খাওয়া হল না!
-জি আমার কন্যাও বারবার বলছিল আপনার কথা। ওইদিন আপনার বাসার মেহমানদারির কথা ওকে বলেছি।
হাঁটতে হাঁটতে কথা বলার কারণে হাঁফাতে লাগলেন আব্দুল লতিফ। মধ্যবয়সী মানুষটির কথাবার্তা ঠিক সরল নয়। হয়ত এক সময় নিয়মিত সাহিত্য পাঠ করতেন, কথাবার্তায় সেটা প্রয়োগের চেষ্টা থাকে। যেমন হঠাৎ করে বলতে আরম্ভ করলেনÑ
-জানেন, মা জননী, পৃথিবীর সবকিছু চক্রাকারে ঘুরতে থাকে। এই যে জীবন দেখছেন, এটাও একটি চক্র। শিশু ছিলাম, তারপর বড় হলাম, বিয়ে করে সন্তানাদি হলো। তাদের বিয়ে হলো। আবার তাদের সন্তানাদি হলো। এই যে আমাকে ছুটতে দেখছেন, সেটা নাতনীর জন্য। ওর কয়েক মিনিটের মধ্যে স্কুল ছুটি হবে। আমাকে ওকে স্কুল থেকে বাসায় আনতে হবে।
আমরা দুজন হাঁটতে হাঁটতে থেমে গেলাম। আমি থামলাম লাল বাতি জ্বলে ওঠায়। আবদুল লতিফ আড়াআড়িভাবে রাস্তা পার হলেন নাতনীর স্কুলের উদ্দেশে।
চলমান আবদুল লতিফের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কি যেন বলতে চান তিনি; কিন্তু ছিড়ে কুটি কুটি হয়ে যাওয়া কাগজে মতো ঘটনাগুলোকে এখনও যেন জোড়া লাগাতে পারছেন না।
পাওয়ার দেয়া সানগ্লাসের ভেতর দিয়ে চারপাশে রঙিন প্রকৃতির দিকে তাকালাম। মধ্য দুপুরে হেমন্তের ঝরাপাতারা ‘সেøা মোশনে’ নেমে আসছে গাছ থেকে। হাঁটতে হাঁটতে শুকনো হলুদ পাতার ওপর বীরত্ব ফলাতে লাগলাম পা দিয়ে চুরচুর করে গুঁড়ো করে ফেলে।
আবদুল লতিফের সঙ্গে আমার পরিচয় এস্টোরিয়া পার্কের কাছে ইস্ট রিভারের তীরে। ছোট ছেলে সেদিন স্কুলে যায়নি বলে ওকে নিয়ে নদীর ধারে হাঁটতে গিয়েছিলাম। হালকা শীত পরে যাওয়ার কারণে এখন প্রতিদিন পার্কে কিংবা নদীর ধারে যাওযা হয় না। গ্রীষ্মকালে আমাদের পাড়া প্রতিবেশীদের দিনের বেশির ভাগ সময় কাটে নদীর ধারে। লোকজন নানা ভঙ্গিতে রোদ পোহায়। কেউ বই পড়ে চাদর বিছিয়ে, কেউ যোগ ব্যায়াম করে, কেউ বা আবার তেল মেখে তাঁবু বানিয়ে সেখানে সুখে নিদ্রা যায়। আহারে কি সুখ! আহা! সারা বছরের জন্য ভিটামিন ডি সংগ্রহ করে নেয় উদোম শরীরে।
নদীর ধার ঘেঁষে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেঞ্চগুলোতে আবার জাতিভেদ আছে। বাঙালিরা অর্থনীতির সূত্র মেনে একই ঘনত্বের মধ্যে বসে। একটু দূরে গ্রিক প্রতিবেশীদের দেখা যায় ওদের ভাষায় বাতচিত করতে। ইউরোপিয়ান হলেও গ্রিকরা আদতে খুব অলস জাতি। জ্যাকসন হাইটসের সেভেন্টি থ্রি স্ট্রিটের মতো এস্টোরিয়া ডিটমারসের আশপাশে জটলা পাকিয়ে দিনে দুপুরে গ্রিকদের আড্ডা দিতে দেখা যায়। পুরো এলাকার একমাত্র বাঙালি ডেলি গ্রোসারিতে বাংলা পত্রিকা চোখে না পড়লেও, গ্রিক বর্ণমালা জ্বলজ্বল করে।
আবদুল লতিফ সেদিন চেক শার্টটা ইন করে পরেছিলেন প্যান্টের সঙ্গে। নাকের নিচে কাঁচা পাকা গোঁফ শোভা পেলেও দাড়ি রাখেননি। ওনার বয়সী লোকদের জন্যে যেটা বেশ ব্যতিক্রম। ওনাকে দেখে কেন যেন সেদিন আব্বার কথা মনে পড়ে গিয়েছিল। চেক শার্ট প্যান্টে ইন করা, আর কাঁচাপাকা গোঁফ ছিল আব্বার।
পার্কের বেঞ্চিতে বসতে বসতে দেখলাম উনি একা সেখানে বসে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। ঠিক যেন আমাকে নয়, দূরে বহু দূরে অতীতের কোনো কাহিনী অবলোকন করছেন। একা একজন বৃদ্ধকে নিঃসঙ্গ বসে থাকতে দেখে আচমকা আমি বলে উঠলাম
-চাচা, ভালো আছেন?
উনি বিস্ময়ভরা চোখে আমার দিকে তাকালেন। সুদূরের ধ্যান ভেঙে হঠাৎ বাস্তবে ফিরতে যেন সময় লাগছিল তার।
-ভালো আছি মা জননী। আপনি কেমন আছেন?
-আমিও ভালো আছি আঙ্কেল। আপনি কি এখানে থাকেন?
-জি এখানেই থাকি। নাইনটিন স্ট্রিটে বাসা আমার। আপনার?
-ক্রিসেন্ট স্ট্রিটে।
আমার নাম জানতে চাইবার সময় লোকটার চেহারায় রীতিমতো আকুল জিজ্ঞাসা ফুটে উঠল। তারপর আমার নাম ও পরিচয় জানার পরে মনে হল উনি যেন লটোতে লাখ টাকা জিতেছেন।
-বিশ্বাস করবেন কি না মা জননী, আমি মনে মনে আপনার মতো কাউকে খুঁজছিলাম। আপনাকে দেখেই আমার পরিচিত মনে হচ্ছিল। সাপ্তাহিক বাঙালি পত্রিকায় আপনার ছবিসহ লেখা পড়েছি।
-জি পড়তে পারেন। আর এখানকার বাংলা পত্রিকাগুলো তো আপনাদের মতো বয়স্ক মানুষরাই বেশি পড়েন!
জীবনে প্রথমবার প্রথম পরিচয়ে কাউকে বাসার ঠিকানা দিয়ে দিলাম। লোকটার মধ্যে কিরকম যেন একটা রহস্য আছে। মনের মধ্যে এক ধরনের আকুপাকু বোধ হচ্ছিল সেই রহস্য জানার জন্য।
খ্যাপাটে লোকটি আমার বাসায় এল কি না এক ঝড়ের রাতে! নিউইয়র্ক শহরে ঝড়-বৃষ্টি এমন নয় যে প্রায়ই হয়। তবে প্রায়ই আকাশ মেঘলা থাকে। সারা দিনে সূর্যর দেখা নাই, বিষণ্ন চারধার। হৃদয়ের দীর্ঘশ্বাসগুলো হলুদরঙা পাতা হয়ে উড়তে থাকে চারপাশে। সেই পাতা ঝরা রাস্তায় দেখি মুকুলের বাবাকে আরেক প্রতিবেশী, অরুণ, বরুণ কিংবা কিরণের বাবার কাঁধে হাতে রেখে হাঁটতে। গ্রাম বাংলার দুই সরল সিঁধে মানুষ হেঁটে বেড়ান গ্রামের আলপথে হাঁটার মতো করে! মুকুলের বাবার পরনে লম্বা জোব্বার মতো পাঞ্জাবি, অরুণের বাবা খাটো ফতুয়ার ওপরে জ্যাকেট পরে মাঝেমধ্যে বসে থাকেন এস্টোরিয়া ডিটমারসের প্রাণকেন্দ্রে। ফুটপাতের বেঞ্চে বসে দুজন রোদ পোহান প্রতিবেশী গ্রিকদের সঙ্গে।
আবদুল লতিফের কোন হাঁটার সঙ্গী কিংবা বন্ধু নেই এই শহরে, যার কাছে অন্তরের কথা মেলে ধরবেন। কুয়াশায় আচ্ছন্ন ইস্ট রিভারের দুই তীর। দূরের ম্যানহাটন জাহাজ ঘাট শৈশবের ফেলে আসা দিনের মধুর ভ্রম সৃষ্টি করে। দুই নদীপ্রিয় মানুষের প্রত্যাশিত দেখা হয়ে যায় পথিকের জন্য রেখে দেয়া বেঞ্চিতে। বেঞ্চির সামনে জমে থাকা হলুদ পাতার গালিচায় পা দিয়ে বসে আবদুল লতিফের জমিয়ে রাখা গল্প শুনিÑ
-জানেন মা জননী, একাত্তরের মুক্তিযুদ্ধের বছর ফেব্রুয়ারিতে এমন হালকা শীতের দিনে আমার বিবাহ হয়। নৌবাহিনীর চাকরি থেকে ছুটি নিয়ে কুমিল্লায় এসে ফেরত যাওয়া হয়নি করাচিতে কাজের জায়গায়। নব পরিণীতা স্ত্রীকে রেখে যুদ্ধে যোগ দেবো কি না ভাবছিলাম, তখন আমাদের গ্রামে একটা ঘটনা ঘটে। আমার গ্রামের প্রতিবেশী এক শিশুকে পথের মধ্যে কুঁড়িয়ে পায়। শিশুটি সদ্য জন্ম হয়েছে। নাড়ি কাটা হলেও ঠিকমতো শুকায়নি। আমাদের গ্রামের ওপর দিয়ে ভারতে যাওয়ার সময় এক শরণার্থী পরিবারের সঙ্গে ছিল শিশুটি। যাওয়ার সময়ে মায়ের কোল থেকে বেখেয়ালে শিশুটি পড়ে যায়। সন্তান নিখোঁজ হয়েছে বোঝার পরে তারা আর ফিরে আসার সাহস পায়নি, কাঁদতে কাঁদতেই ভারতে পাড়ি দেয়। আমাদের পরের গ্রামের অনেকেই সন্তানহারা মাকে আকুল হয়ে কাঁদতে দেখেছে।
-কি ভয়ংকর ঘটনা! মনে হলো আমার বুকের মধ্যে শেল ফেলল কেউ।
প্রচণ্ড ব্যথা বোধ করছিলাম অজানা অচেনা মায়ের জন্য। আহারে! কি কষ্ট! সদ্যজাত সন্তান হারানো মায়ের কান্না যেন শুনতে পেলাম! মা তো জানতে পারল না তার সন্তানের ভাগ্যে কি হলো! তাকে কি কেউ খুঁজে পেল! নাকি কুকুরে-শিয়ালে খেয়ে নিয়ে গেল!
দীর্ঘ অর্ধশতাব্দীর আগের একটি ঘটনার বিবরণ দিতে গিয়ে আবদুল লতিফ নিজেও যেন বিপর্যস্ত।
-তারপর কি হলো? আপনার সেই গ্রামের প্রতিবেশী শিশুটির পরিবারের সন্ধান করেনি!
-তখন তো যুদ্ধের সময় কিভাবে খোঁজ করবে? তবে যুদ্ধের পরপরই সে গেছিল কলকাতায় আর তার আশপাশের এলাকায়। পুরা দুই মাস ঘুরছে রিফিউজি ক্যাম্পে। কেউ যদি সন্তান হারানো এক পরিবারের সন্ধান দিতে পারে! কিন্তু কেউ পারেনি।
আবদুল লতিফ আর আমি দুজনে পার্কের বেঞ্চিতে চুপচাপ বসে থাকি। হলুদ পাতা ঝরতে ঝরতে ক্রমে গাছগুলো ন্যাড়া হয়ে যাচ্ছে। আমাদের দৃষ্টি চলে যায় সময়কে ছাড়িয়ে অনেক দূরে। মৃদ্যু স্বরে নীরবতা ভেঙ্গে বলে উঠিÑ
-তারপর?
-সদ্যজাত সন্তানটি ছিল এক কন্যা। সে তার নতুন বাবা-মায়ের পরিবারে বড় হয়ে ওঠে। তারা জানত না কন্যাটির জন্মদাত্রী আর জন্মদাতা কোন ধর্মের! তবে তারা ধারণা করেছিল। কোন নির্দিষ্ট ধর্মপালনের জন্য জোর করেনি তারা। তবে মেয়েটি যেন মানবিক মানুষ হয়ে ওঠে এই চেষ্টা করেছে তারা। শৈশব থেকে মেধার পরিচয় দিয়ে স্কুল-কলেজে খুব ভালো ফল করে মেয়েটি মেডিকেল কলেজে সুযোগ পায়। তারপর বিয়ে করে ও সন্তান হয়। এক সময়ে আটিলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় আসে।
এবার আমার সোজা হয়ে বসার পালা। ফেইরিহুইলের মতো চক্রাকারে ঘুরে এসে কাহিনীর স্পটলাইট আবদুল লতিফের ওপর থেমে যায়। আমি চমকে তার দিকে তাকাই। পূর্ণদৃষ্টি মেলে দেখি তাকে। তার চোখের কোনে জমে থাকা ময়লায় অব্যক্ত বেদনার কষ্ট দেখতে পাই।
-মা জননী, মেয়ে বাবাকে ভালোবেসে আমেরিকায় স্পন্সর করে নিয়ে এসেছে। কিন্তু সে তো এর যোগ্য নয়। তার তো কোনো অধিকার নেই এত উন্নত দেশে আরাম আয়েশে থাকার! যারা সত্যিকারের যোগ্য তারা কোথায় কিভাবে আছে কোনোদিনই জানা হলো না!
সন্ধ্যাবেলা দূরের জাহাজ ঘাটের আলো এসে পড়ে নদীর বুকে। শেষ বিকেলের রক্তিমাভা পুরো প্রকৃতি জুড়ে। আবদুল লতিফের গাঢ় গভীর দীর্ঘশ্বাসে আরো বিষন্ন হয় প্রকৃতি। আমরা দুজন কোন কথা না বলে দৃষ্টিগম্য আকাশের তীরে তাকিয়ে বসে থাকি অনেকক্ষণ।