Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

দীর্ঘ এক মাসের ইফতার মাহফিলের ইতি ঘটল

দীর্ঘ এক মাসের ইফতার মাহফিলের ইতি ঘটল
বিদায় নিলো পবিত্র মাহে রমজান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্ব ঈদুল ফিতর উদযাপনের জন্য প্রস্তুতি চূড়ান্ত করেছে। ১০ এপ্রিল  উদযাপন হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। গত এক মাস যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত গম্ভীর্যের মধ্য দিয়ে রোজা পালন করেছেন। প্রতিদিনই মসজিদগুলোতে তারাবির নামাজে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। বিভিন্ন সংগঠন-ব্যক্তি-ধর্মীয় ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। অনেকটা উৎসবমুখর পরিবেশ রিবাজ করে এসব মাহফিলকে ঘিরে। 
রমজানের যখন বিদায় ঘটছে, তখন ঈদের কেনাকাটার পাশাপাশি মানুষ ইফতার মাহফিলে অংশ নেন। এসব মাহফিলে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজানের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। 
বক্তারা বলেন, রমজানের রোজা মানুষের ভেতর তাকওয়ার গুণাবলি সৃষ্টি করে। বছরে রমজানে মাসব্যাপী রোজা পালন করার উদ্দেশ্য শুধুমাত্র উপবাস থাকা নয়, এর মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। যাবতীয় অকল্যাণকর কাজ থেকে নিজেকে সংযম বা বিরত রাখা। মুসলমানদের আদর্শ চরিত্র গঠন, নিয়মানুবর্তিতা ও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের শিক্ষা দিয়ে যায় রোজা। রমজান মাসের এই শিক্ষা বাকি ১১ মাস যেনো আমরা চর্চা অব্যাহত রাখতে পারি। উল্লেখ্য, প্রতিটি ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ ছিলো লক্ষ্যণীয়। 
জামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন : জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিশনের (জেবিএ) উদ্যোগে গত ২ এপ্রিল জ্যামাইকার আল আকসা রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুইন্স ব্যরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস। 
তিনি বলেন, কুইন্সে বাংলাদেশি কমিউনিটি মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মূলধারার রাজনীতিতে দিনদিন বাংলাদেশিদের সম্পৃক্ততা বাড়ছে। বিভিন্ন এলাকায় কমিউনিটি বোর্ডগুলোতে তারা নেতৃত্ব দিচ্ছেন।
জেবিএ সভাপতি শাহ নেওয়াজ বলেন, কমিউনিটির কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। এই শীতে জ্যামাইকা এলাকায় ৪ শতাধিক শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ইমিগ্রেশনসহ বিভিন্ন আইনী সহায়তা দেবার জন্য আমাদের সংগঠন কাজ করছে। 
ইফতার মাহফিলে কমিউনিটির নেতৃবৃন্দ প্রবাসীদের সহযোগিতায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 
জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিশনের সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিবের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ফকরুল আলম, আজহারুল হক মিলন, সাঈদ তারেক, ফকরুল ইসলাম দেলোয়ার, আহনাফ আলম, মাকসুদ এইচ চৌধুরী, তৈয়বুর রহমান হারুন, রীনা সাহা, ডা. মোল্লা সানী, আলমগীর খান আলম, কাজী শাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আহমেদ, আব্দুর রহিম হাওলাদার, মোহাম্মদ আলী, রকি আলিয়ান, ফেএমডি রকি, মোহাম্মদ আজাদ, ইঞ্জিনিয়ার সাদেক, আনজাম সিদ্দিকী রাফি ও আব্দুর রশীদ বাবু প্রমুখ। 
এছাড়াও বক্তব্য রাখেন ইফতার ও দোয়া মাহফিলের কনভেনর রিয়েলটর নুরুল আজিম। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুস সালাম মসজিদের ইমাম কারী আব্দুল মুকিত।
জেবিএ’র সাধারণ সম্পাদক সৈয়দ রাব্বি বাংলাদেশে অবস্থান করায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আনজাম সিদ্দিকী রাফি দায়িত্ব পালন করেন এবং ইফতার মাহফিলের সদস্য সচিব দায়িত্বে ছিলেন আহনাফ আলম। 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রানো নেওয়াজ, রাফাত হোসেইন, রুবাইয়া রহমান, অ্যাডভোকেট মাহবুবর রহমান বকুল, ডা. নার্গিস রহমান, রেজাউল করিম চৌধুরী, লুৎফর রহমান, সৈয়দ আল আমীন রাসেল, কামরুল ইসলাম সনি, আসাদুজ্জামান বাবু, মরিয়ম মারিয়া, জলি আহমেদ, অ্যাডভোকেট সামিউল করিম আলমগীর, সজীব চৌধুরী, বদরুদ্দোজা সাগর, মোসলেহ উদ্দীন খান সেলিম, ডা. নাফিসুর রহমান, শামস চৌধুরী রুশো, ডা. আইরুন নাহার রুলী, বেলাল আহমেদ, মোস্তফা অনিক রাজ, অসীম সাহা, বাবলী হক, জিকরুল আমিন, জুয়েল ও সুমন খান।
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা : গত ১ এপ্রিল এস্টোরিয়াস্থ হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্ট মিলনাতনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান সুনীল শুভ রায়। বিশেষ অতিথি ছিলেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার ও কেন্দ্রীয় সদস্য হারুনুর রশিদ। 
অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাপার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ডা. মো. সেলিম, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মীর জাকির, মহিলা সম্পাদিক জেসমিন আকতার চৌধুরী, কোষাধ্যক্ষ জিএম ইলিয়াস, যুব সম্পাদক শফিউল আলম, সদস্য আজহারুল হক খোকা, মনিরুল ইসলাম, আব্দুল মোত্তাকিম, রফিকুল ইসলাম ও মোহাম্মদ আউয়াল প্রমুখ। 
এছাড়াও জাতীয় পার্টি ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
ইফতার-পূর্ব দোয়া পরিচালনা করেন মাওলানা নাছির উদ্দিন। সভাপতি হাজী আবদুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু ইফতার মাহফিলে উপস্থিত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। 
মসজিদ মিশন সেন্টারের কমিউনিটি ইফতার : বার্তা সংস্থা ইউএনএ জানায়, নিউইয়র্কের হাজী ক্যাম্প মসজিদ হিসেবে পরিচিত জ্যামাইকার মসজিদ  মিশন সেন্টারের উদ্যোগে কমিউনিটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবছরও গত ৫ এপ্রিল শুক্রবার সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নিয়মিত মুসল্লীসহ সর্বস্তরের সাড়ে চার শতাধিক ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশ নেন। অনেকে পরিবার-পরিজন নিয়েও এতে অংশ নেন। নিউইয়র্ক সিটি ছাড়াও লং আইল্যান্ড থেকেই অনেকে যোগ দেন এই মাহফিলে। 
মাহফিলে মানব জাতির কল্যাণে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন মসজিদ  মিশন সেন্টারের ইমাম মঞ্জুরুল করীম ও মুফতি আব্দুল মালেক। এছাড়াও বিশেষ মোনাজাত পরিচালনা করেন সেন্টারের পেশ ইমাম ও খতিব হাফেজ রফিকুল ইসলাম। 
মাহফিলে বক্তারা রমজানের শিক্ষা নিয়ে জীবন অতিবাহিত করার উপর গুরুত্বারোপ করেন এবং পবিত্র আল কোরআনের আলোকে জীবন গড়ার জন্য মুসল্লীদের প্রতি আহ্বান জানান। 
নর্থ বেঙ্গল ফাউন্ডেশন : নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইনক, ইউএসের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল গত ১ এপ্রিল জ্যামাইকার ইকরা পার্টি হলে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপত্বিত করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম মিজানুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন। বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। 
এ সময় সংগঠনের পক্ষ থেকে সদ্যপ্রয়াত বিশিষ্ট পানি বিশেষজ্ঞ ড. সুফিয়ান খন্দকার, সদস্য আল মামুন ও শাহ নওয়াজসহ নর্থ বেঙ্গলের সব প্রয়াত ব্যক্তিদের জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়াও ইফতার মাহফিল আয়োজক কমিটির সব সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। 
অনুষ্ঠানের প্রথম পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইফতার মাহফিল আয়োজক কমিটির আহবায়ক আজিজুল হক মুন্না, প্রধান সমন্বয়কারী তাসকিনুল হক, সদস্য সচিব রোকনুজ্জামান রুকন, যুগ্ম-আহ্বায়ক মোস্তফা কামাল ও যুগ্ম-সদস্য সচিব শফিউল আলম, সমম্বয়কারী মোহাম্মদ জিয়াউর রহমান ও শরিফুল ইসলাম।
দ্বিতীয় পর্বে  শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য জহিরুল হক টুকু ও মাহাবুবুর রহমান, সহ-সভাপতি আবু তাহের, আজিজুল হক মুন্না, ফরহাদ হোসেন রোজেন ও তাসকিনুল হক, বৃহত্তর রাজশাহী সমিতি ইউএসএর সভাপতি মোহাম্মদ মজিব উদ্দিন জেন্টু, রংপুর জেলা সমিতির সভাপতি এবিএম মিজানুর হাসান, রাজশাহী জেলা সমিতির সভাপতি মোহাম্মদ শমসের আলী ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, নাটোর জেলা অ্যাসোসিয়েশন সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি কাউসার আহমাদ ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান, নওগাঁ জেলা সমিতির সাধারণ সম্পাদক ফজল হাসানুজ্জামান টিপু, ঠাকুরগাঁও জেলা সমিতির সভাপতি মোস্তফা কামাল, নীলফামারী জেলা সমিতির সভাপতি রোকুনজ্জামান রুকন, উল্লাপাড়া সমিতির সাধারণ সম্পাদক  শফিউল আলম, লালমনিরহাট জেলা সমিতির সভাপতি মোহর খান, সংগঠনের কার্যনিবার্হী সদস্য ও নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রাকিবুজ্জামান খান তনু, বৃহত্তর রাজশাহী সমিতির সাবেক সভাপতি মোতাহার হোসেন এবং শাহানাজ আলম ও এ রাকিব, এ আসাদুর রহমান।
সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন : সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের ইফতার ও দোয়া মাহফিল গত ৪ এপ্রিল কুইন্সের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়। এতে সংগঠনের কার্যকরী পরিষদ, উপদেষ্টা ও ট্রাস্টি পরিষদের সদস্যসহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পর্ব পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ (আবদার)। 
ইফতার পর্ব শেষে সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান (লায়েক) ও সাধারণ সম্পাদক আরসি টিটো সবাইকে আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন। 
ভাটেরা যুব সমাজ ইউএসএ : ভাটেরা যুব সমাজ ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল গত ২৭ মার্চ সন্ধ্যায় ওজনপার্কের মদিনা পার্টি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি।
ভাটেরার বিশিষ্ট মুরব্বি হাজি আব্দুস ছমেদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং সুরমান ও ফয়ছলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাটেরার বিশিষ্ট মুরব্বি শেখ আব্দুল মতিন (আলতা), জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন কামালী, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেফাজ। 
স্বাগত বক্তব্য রাখেন আদনান বাশার তালুকদার নিজাম। সিলেটি ভাষায় ছড়া আবৃত্তি করেন শাহ মিজানুর রহমান। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন কাজী মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী। মাহফিলে মুসলিম উম্মাহসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। 
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাটেরার বয়োজ্যেষ্ঠ মুরব্বি হাজি শেখ আখদ্দছ আলী সিদ্দিকী, হাজী আবুল কালাম সিদ্দিকী, ম্যানহাটান মদিনা মসজিদের সেক্রেটারি এনায়েত হুসেন জালাল, কুলাউড়ার বিশিষ্ট মুরব্বি লুৎফুর রহমান চৌধুরী, আবুল খায়ের, রেজাউল করিম রেনু, হাজি সুরুজ মিয়া, সাবু মিয়া, হেলিম উদ্দিন, শেখ লেবু মিয়া তালুকদার (সাবেক মেম্বার), ছিলিক মিয়া, আব্দুল জব্বার সিদ্দিকী, শামীম আহমদ, আফাজুর রহমান চৌধুরী, ফাহাদ প্রমুখ। 
নিউইয়র্ক ছাড়াও নিউজার্সিতে অবস্থানরত ভাটেরাবাসীও অনুষ্ঠানে যোগদান করেন।(৩২-এর পাতার পর)
সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন : সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের ইফতার ও দোয়া মাহফিল গত ৪ এপ্রিল কুইন্সের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়। এতে সংগঠনের কার্যকরী পরিষদ, উপদেষ্টা ও ট্রাস্টি পরিষদের সদস্যসহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পর্ব পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ (আবদার)। 
ইফতার পর্ব শেষে সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান (লায়েক) ও সাধারণ সম্পাদক আরসি টিটো সবাইকে আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন। 
ভাটেরা যুব সমাজ ইউএসএ : ভাটেরা যুব সমাজ ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল গত ২৭ মার্চ সন্ধ্যায় ওজনপার্কের মদিনা পার্টি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি।
ভাটেরার বিশিষ্ট মুরব্বি হাজি আব্দুস ছমেদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং সুরমান ও ফয়ছলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাটেরার বিশিষ্ট মুরব্বি শেখ আব্দুল মতিন (আলতা), জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন কামালী, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেফাজ। 
স্বাগত বক্তব্য রাখেন আদনান বাশার তালুকদার নিজাম। সিলেটি ভাষায় ছড়া আবৃত্তি করেন শাহ মিজানুর রহমান। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন কাজী মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী। মাহফিলে মুসলিম উম্মাহসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। 
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাটেরার বয়োজ্যেষ্ঠ মুরব্বি হাজি শেখ আখদ্দছ আলী সিদ্দিকী, হাজী আবুল কালাম সিদ্দিকী, ম্যানহাটান মদিনা মসজিদের সেক্রেটারি এনায়েত হুসেন জালাল, কুলাউড়ার বিশিষ্ট মুরব্বি লুৎফুর রহমান চৌধুরী, আবুল খায়ের, রেজাউল করিম রেনু, হাজি সুরুজ মিয়া, সাবু মিয়া, হেলিম উদ্দিন, শেখ লেবু মিয়া তালুকদার (সাবেক মেম্বার), ছিলিক মিয়া, আব্দুল জব্বার সিদ্দিকী, শামীম আহমদ, আফাজুর রহমান চৌধুরী, ফাহাদ প্রমুখ। 
নিউইয়র্ক ছাড়াও নিউজার্সিতে অবস্থানরত ভাটেরাবাসীও অনুষ্ঠানে যোগদান করেন।
 
কমেন্ট বক্স