চট্টগ্রাম সমিতির নির্বাচন
প্রবাসের অন্যতম বড় ও ঐতিহ্যবাহী আঞ্চলিক সংগঠন
চট্টগ্রাম সমিতির নির্বাচন
আগামী সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে
তফসিল যে কোনো সময় ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, চলতি সপ্তাহে সম্ভব না হলে আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।
এদিকে অন্তবর্তিকালীন কমিটির সঙ্গে শিগগির একটি মিটিং করবে নির্বাচন কমিশন। এর আগে অন্তবর্তিকালীন কমিটি চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করেছে নির্বাচন কমিশনের কাছে। এতে সাধারণ সদস্য ২৬৬৩ এবং লাইফ মেম্বার ২৩২ জন।
গত সপ্তাহে নির্বাচন কমিশনার ও মুখপাত্র শাহাব উদ্দিন সাগরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, গত ১৪ জুন শুক্রবার নির্বাচন কমিশন গঠন হওয়ার পর কমিশন নির্বাচনের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করলেও তফসিল ঘোষণার শেষ মুহূর্তে এসে জটিলতায় পড়তে হয়েছে। গত ৩ আগস্ট শনিবার ব্রুকলিনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে নির্বাচন কমিশন এক মতবিনিময় সভা করে। এতে সাধারণ সদস্যরা অংশ নেন। সভায় একজন সদস্যের আজীবন সদস্যপদ নিয়ে জটিলতা দেখা দেয়। কিন্তু সে জটিলতা তফসিল ঘোষণাকে কিছুটা বিলম্ব করতে পারে। তবে নির্বাচন কমিশনের আরেকটি সূত্র বলছে, যে জটিলতা ছিল তার সমাধান হয়েছে। নির্বাচন কমিশনের একজন সদস্য যুক্তরাষ্ট্রের বাইরে রয়েছেন। তিনি শিগগির ফিরবেন। তিনি ফিরলেই তফসিল ঘোষণা করা হবে।
কমেন্ট বক্স