শেখ হাসিনা সরকার এখন ক্ষমতায় নেই। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সাধারণ ছুটিও বাতিল হয়েছে। কিন্তু নিউইয়র্কে এর প্রভাব পড়েনি। প্রতি বছরের মত ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করবে নিউইয়র্কে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
জ্যাকসন হাইটস এলাকাবাসী’র সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলম নমি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় নেতা। আমাদের সংগঠন তাকে সবসময় সম্মান জানিয়ে আসছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় জাতীয় নেতার প্রতি সম্মান জানানোর ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না।
তিনি জানান, ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে। দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীরা এতে অংশ নেবেন।
উল্লেখ্য, অরাজনৈতিক সংগঠন জ্যাকসন হাইটস এলাকাবাসী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও হুসেইন মুহাম্মদ এরশাদের শাহাদাৎবার্ষিকী পালন করে আসছে। এজন্য প্রবাসে সবার কাছে প্রশংসিত সংগঠনটি।