Thikana News
০২ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০২ অগাস্ট ২০২৫
ব্যাখ্যা দিয়েছেন কনসাল জেনারেল

বঙ্গবন্ধুর ছবি ও শোক দিবসের বিষয়ে জানতে কনস্যুলেটে আ’লীগ নেতারা

বঙ্গবন্ধুর ছবি ও শোক দিবসের বিষয়ে জানতে কনস্যুলেটে আ’লীগ নেতারা নিউইয়র্ক : কনস্যুলেটের বাইরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 
ব্যাখ্যা দিয়েছেন কনসাল জেনারেল
বঙ্গবন্ধুর ছবি ও শোক দিবসের বিষয়ে জানতে কনস্যুলেটে আ’লীগ নেতারা

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একদল নেতার নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনের খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা ছড়িয়েছে। অনেকে কনুস্যলেটের বাইরে আওয়ামী লীগ নেতাদের ছবি পোস্ট করে লিখেছেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের সঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাদের গোপন বৈঠক হয়েছে। এ ঘটনার পর থেকে বিভিন্ন মহলের চাপের মুখে পড়েছেন কনস্যুলেটের কর্মকর্তারা। 
জানা গেছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মাসুদুল হাসান, ড. প্রদীপ রঘ্জন কর, হাজী এনাম এবং মো. আলী সিদ্দিকীসহ ৬ নেতা ১২ আগস্ট সোমবার দুপুরে নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট অফিসে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদার সাথে তার অফিস কক্ষে সাক্ষাত করেন। এ ধরনের কয়েকটি ছবি সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে কনস্যুলেট অফিসের বাইরে আওয়ামী লীগ নেতাদের দেখা যাচ্ছে। সরকারের পতনের পর পরই কনস্যুলেট অফিসে আওয়ামী লীগ নেতাদের এই বৈঠক সর্বমহলে ব্যপক কৌতূহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের  প্রধান উপদেষ্টা ডা. মাসুদুল হক ঠিকানাকে বলেন, কনস্যুলেট কার্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণের কারণ জানার জন্য আমরা সেখানে গিয়েছিলাম। ৩-৪ দিন আগে কিছু লোক কনস্যুলেট কার্যালয়ে ঢুকে জোরপূর্বক বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলে। এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনো পুলিশ রিপোর্ট করেছেন কিনা এবং বঙ্গবন্ধুর ছবি অপসারণে কোন প্রজ্ঞাপন পেয়েছেন কিনা জানতে চেয়েছি দায়িত্বরত কর্মকর্তার কাছে। কারণ কোন প্রজ্ঞাপন ছাড়া বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা ঠিক নয়।
এ ব্যাপারে জানতে চাইলে ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান ঠিকানাকে জানান, এ ব্যাপারে কনসাল জেনারেল একটি ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন, কনস্যুলেটের দুয়ার সবার ন্য খোলা। আওয়ামী লীগ নেতারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এসেছিলেন। তারা কনসাল জেনারেলের কাছে ১৬ আগস্ট জাতীয় শোক দিবস পালন এবং বঙ্গবন্ধুর ছবি অপসারণের বিষয়ে জানতে চেয়েছেন। এ ব্যাপারে সরকারি আদেশের কথা নেতাদের অবহিত করা হয়েছে। গোপন মিটিংয়ের খবরটি সত্যি নয়। 
কমেন্ট বক্স



9