Thikana News
০২ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০২ অগাস্ট ২০২৫

গণআন্দোলনে শহীদদের স্মরণে বিএনপির দোয়া

গণআন্দোলনে শহীদদের স্মরণে বিএনপির দোয়া নিউইয়র্ক : বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়
যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে গণআন্দোলনে নিহতদের স্মরণে গত ১২ আগস্ট সোমবার নিউইয়র্কে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 
দোয়া মাহফিল আয়োজক ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সবুর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ লতিফ সম্রাট, কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল এইচ. চৌধুরী, বিএনপি নেতা ফারুক চৌধুরী, যুবদল নেতা আতিকুল হক আহাদ, মিজানুর রহমান মিজান, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। 
গণআন্দোলনে সিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা মোহাম্মদ সাদিক। 
কমেন্ট বক্স



9