Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


৪২ বার যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশ  অবশেষে গ্রেপ্তার ৬ অভিবাসী

৪২ বার যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশ  অবশেষে গ্রেপ্তার ৬ অভিবাসী



 
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে ৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। গ্রেপ্তারকৃতরা ৪৮টি অপরাধে বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছেন। এমনকী তাদের বিরুদ্ধে ৪২ বার যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশের অভিযোগ রয়েছে। 
আইস-এর এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস হিউস্টনের অ্যাক্টিং ফিল্ড অফিস ডিরেক্টর গ্যাব্রিয়েল মার্টিনেজ জানিয়েছেন, গত ২০ বছর ধরে এই ছয়জন সহিংস অপরাধী অভিবাসী যুক্তরাষ্ট্রের অভিবাসন ও ফৌজদারি আইন লঙ্ঘন করে স্থানীয় কমিউনিটিতে ত্রাস সৃষ্টি করেছে এবং অসংখ্য নিরীহ মানুষ শিকার করেছে। বর্তমান সীমান্ত সুরক্ষা এবং অভিবাসন আইন বাস্তবায়নের অগ্রাধিকার প্রদানের ফলে তাদের কমিউনিটি থেকে সরিয়ে ফেলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা আর নিরীহ আমেরিকানদের ক্ষতি করতে পারবে না।
গ্রেপ্তারকৃত ছয়জন অপরাধী অভিবাসী হলেন - অস্কার মোরান ভ্যালে (৪৩), যিনি মেক্সিকোর নাগরিক ও ‘পাইসাস’ গ্যাং সদস্য। গত ২৯ জুলাই আইস তাকে গ্রেপ্তার করে। তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ১২ বার প্রবেশ করেছেন এবং ১১টি অপরাধে দণ্ডিত হয়েছেন। এসব অপরাধের মধ্যে রয়েছে ৩ বার যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশ, ২টি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং মাদকদ্রব্য রাখা, চুরি, পুলিশের কাছে মিথ্যা পরিচয়, অবৈধ পুনঃপ্রবেশ ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো।
থান ভ্যান গুয়েন (৫৩), যিনি ভিয়েতনামের নাগরিক। গত ২৯ জুলাই তাকে আইস গ্রেপ্তার করে। তিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন এবং ৯টি অপরাধে দণ্ডিত হয়েছেন। যার মধ্যে ৩টি চুরি, ২টি লার্সিনি ও হামলা, এবং পুলিশকে বাধা প্রদান ও ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করার অভিযোগ রয়েছে।
অ্যালেক্স সালোমন রেয়েস-চ্যাভেজ (৪৬), যিনি হন্ডুরাসের নাগরিক। ৩০ জুলাই আইস তাকে গ্রেপ্তার করে। তিনি যুক্তরাষ্ট্রে ৫ বার অবৈধভাবে প্রবেশ করেছেন এবং ৭টি অপরাধে দণ্ডিত হয়েছেন, যার মধ্যে রয়েছে ২টি চুরি ও হেরোইন রাখা, ১টি করে গ্র্যান্ড থেফট অটো, কোকেইন পাচার ও অবৈধ পুনঃপ্রবেশ।
মারভিন হাভিয়ের মার্কেজ সেলায়া (৩৮), যিনি হন্ডুরাসের নাগরিক। তাকে ৩০ জুলাই আইস গ্রেপ্তার করে। তিনি যুক্তরাষ্ট্রে ৫ বার অবৈধভাবে প্রবেশ করেছেন এবং ৮টি অপরাধে দণ্ডিত হয়েছেন, যার মধ্যে ৩টি চুরি, ২টি কোকেইন রাখা, এবং লার্সিনি, গার্হস্থ্য সহিংসতা ও অবৈধ পুনঃপ্রবেশের অভিযোগ রয়েছে।
আঞ্জেল বনিয়া বারহানা (৩৮), যিনি হন্ডুরাসের নাগরিক। তাকে গত ২৯ জুলাই আইস গ্রপ্তার করে। তিনি যুক্তরাষ্ট্রে ৭ বার অবৈধভাবে প্রবেশ করেছেন এবং ৭টি অপরাধে দণ্ডিত হয়েছেন, যার মধ্যে ৩টি হামলা, এবং ১টি করে গ্রেপ্তার এড়াতে প্রতিরোধ, অপরাধমূলক কার্যকলাপ, পালানোর চেষ্টা ও অবৈধ পুনঃপ্রবেশ।
হোসে অ্যাঞ্জেল মুনোজ সাওসেডো (৪০), যিনি মেক্সিকোর নাগরিক। তাকে গত ৩০ জুলাই আইস গ্রেপ্তার করে। তিনি যুক্তরাষ্ট্রে ১২ বার অবৈধভাবে প্রবেশ করেছেন এবং ৮টি অপরাধে দণ্ডিত হয়েছেন, যার মধ্যে ৪টি উডও, ২টি অবৈধ প্রবেশ, ও ১টি পুলিশের কাছ থেকে পালানোর অভিযোগ রয়েছে।
আইস জানিয়েছে - যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সীমান্ত রক্ষা জোরদার করতে গ্রেপ্তারকৃতদের সবচেয়ে বিপজ্জনক অপরাধী অভিবাসী হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তার ও বহিষ্কারের জন্য কাজ করছে আইস।
কমেন্ট বক্স