যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বহুল প্রত্যাশিত ‘বাংলাদেশ সেমিট্রি’র কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র উদ্যোগ ও ব্যবস্থাপনায় নিউইয়র্কে লক্ষাধিক কবরের ‘বাংলাদেশ সেমিট্রি’র কাজ গত ৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে প্রকল্প এলাকায় বিশেষ দোয়া মোনাজাতের পর রঙিন বেলুন ও ‘শান্তির দূত’ কবুতর উড়িয়ে প্রকল্পের উদ্বোধন করা হয়। বাংলাদেশ সেমিট্রির জন্য নিউইয়র্কের আপস্টেটের স্কটটাউনে প্রায় ১২৬ একর জমি নগদ অর্থে গত বছরের ১৬ ডিসেম্বর কেনা হয়। নানান প্রতিকূলতা কাটিয়ে অবশেষে বৃহৎ এই প্রকল্পের কাজ শুরু হলো। উল্লেখ্য, বৃহৎ এই প্রকল্পে কবরের ব্যবস্থা ছাড়াও ফিউনেরাল ও নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সভাপতি নাজমুল হাসান মানিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন বাংলাদেশ মুসলিম সেন্টারের ইমাম মওলানা রুহুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ‘বাংলাদেশ সেমিট্রি’ প্রকল্পের চেয়ারম্যান ও বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র প্রধান উপদেষ্টা হাজী মফিজুর রহমান, প্রকল্পের আহ্বায়ক এবং বাংলাদেশ সোসাইটি ও গ্রেটার নোয়াখালী সোসাইটি’র সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, বৃহত্তর নোয়াখালী সোসাইটির ট্রাস্টি খোকন মোশাররফ, বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি আবুল হাসেম, বেলাল মসজিদের ইমাম ড. আনসারুল করিম, জ্যামাইকা মুসলিম সেন্টার পরিচালনা কমিটির সদস্য রেজাউল করিম চৌধুরী, আন নূর ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা মুফতি মোহাম্মদ ইসমাইল, বৃহত্তর নোয়াখালী সোসাইটি’র সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমীন, কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।
প্রকল্পে কবর ক্রয়কারী প্রবাসী বরিশাল ডিভিশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মুনা সেন্টার অব জ্যাকসন হাইটস, দাগনভূঁইয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ, মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা, নরসিংদী জেলা সমিতি ইউএসএ, বাংলাদেশ আমেরিকান কার ্যাান্ড লিমোজিন অ্যাসোসিয়েশন, ভোলা ডিস্ট্র্রিক্ট অ্যাসোসিয়েশন অব ইউএসএ প্রভৃতি সংগঠনের প্রতিনিধিরাও প্রকল্পের সাফল্য কামনা এবং আরো কবর ক্রয়ের প্রতিশ্রুতি দিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এই পর্ব পরিচালনা করেন গ্রেটার নোয়াখালী সোসাইটি’র সাধারণ সম্পদক ইউসূফ জসিম।
অনুষ্ঠানে উক্ত প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও প্রকল্পের সদস্য সচিব এবং পরিচালক জাহিদ মিন্টু প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন বলেন, ক্রয়কৃত ‘বাংলাদেশ সেমিট্রি’র মাটির পরীক্ষাসহ অন্যান্য কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কাজ শুরু করা হলো। এতে পর্যায়ক্রমে লক্ষাধিক কবর তৈরী করা হবে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে কবরে লাশ দাফন করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইতিমধ্যেই বিভিন্ন মসজিদ কমিটি, প্রতিষ্ঠান, সংগঠন ২০ হাজারের মতো কবর ক্রয় করেছেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে হাফেজ রফিকুল ইসলাম ও মুফতি আব্দুল মালেক, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকীসহ বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা জামান তপন ও মাইনুল ইসলাম মাহবুব, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি শাহাদৎ হেসেন, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সহ-সভাপতি মোহাম্মদ তাজু মিয়া, সহ-সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ রুবেল, দপ্তর সম্পাদক মিরন কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম তাবু, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সদস্য মাহবুবল হক ও আব্দুল মালেক খান প্রমুখ উপস্থিত ছিলেন।




