Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


গোপালগঞ্জে হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

গোপালগঞ্জে হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজায় প্রবাসী গোপালগঞ্জবাসীর বিক্ষোভ। ছবি: আব্দুল্লাহ আল ফারুক



 
গোপালগঞ্জে হত্যাযজ্ঞ-নির্যাতন এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী গোপালগঞ্জবাসী। ২ আগস্ট রোববার সন্ধ্যায় নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত সমাবেশ থেকে হত্যা, গণগ্রেপ্তার ও গুমের আন্তর্জাতিক তদন্ত ও সারা বাংলাদেশে বিরোধী মতবাদের সাংবাদিক, রাজনীতিক-ব্যবসায়ী-সাংস্কৃৃতিক কর্মী-অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেপ্তার-নির্যাতন, বাড়ি থেকে ধরে নিয়ে খুন-জখম, বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে লুটতরাজের পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মত জঘন্য অপকর্মে মদদদানের জন্যে দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। 
গোপালগঞ্জবাসীর এ কর্মসূচিতে সাধারণ প্রবাসীরা এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরাও যোগ দেন।
গোপালগঞ্জের কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ এবং সাংবাদিক দাউদ ভূঁইয়ার সঞ্চালনায় এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, উপদেষ্টা ড প্রদীপ কর, সহ-সভাপতি ডা. মাসুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংবাদিক শাবান মাহমুদ, আওয়ামী লীগ নেতা শরীফ কামরুল হিরা, মমতাজ শাহানা, ফারুক হোসেন, মোহাম্মদ আলী সিদ্দিকী, আক্তার হোসেন, শিতাংশু গুহ, ইমদাদ চৌধুরী, নুরুজ্জামান সরদার, সাখাওয়াত বিশ্বাস, সাখাওয়াত হোসেন চঞ্চল, জেড চৌধুরী জয়, রফিকুর রহমান তোলন, জিএইচ আরজু, জালালউদ্দিন জলিল, খান শওকত, সোলায়মান আলী, খুরশিদ আনোয়ার বাবলু, শওকত আকবর রিচি, ইসমাইল খান আনসারী, শাহানারা রহমান প্রমুখ। 
সমাবেশ থেকে কঠোর সমালোচনা করা হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের। তারা বলেন- গোপালগঞ্জের অসহায়-নিরস্ত্র মানুষের ওপর নির্বিচার গুলিবর্ষণের পর এখন চলছে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনা। 
বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন- বঙ্গবন্ধুর জন্মস্থান এবং জাতির জনকের সমাধিস্থল নিয়ে কোনো ষড়যন্ত্রকেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। এসময় ধ্বনিত হয় নানা স্লোগান। বলা হয়, গোপালগঞ্জে একাত্তরের কায়দায় গণহত্যা চালানো হয়েছে।
সমাবেশ থেকে জানানো হয়- গোপালগঞ্জসহ সারা বাংলাদেশে ইউনূসের সমর্থকদের বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত জোরদারকল্পে শিগগিরই জাতিসংঘ, হোয়াইট হাউজ এবং স্টেট ডিপার্টমেন্টের সামনে সমাবেশ করা হবে।
কমেন্ট বক্স