জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান ও নানা আয়োজনে নিউইয়র্কে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত ৩ আগস্ট রোববার নিউইয়র্কে জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় জুলাই বিপ্লবের প্রদর্শনী, দোয়া মাহফিল, কুইজ, কবিতা পাঠ, আলোচনা সভা ও দেশত্বাবোধক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। প্যাট্রিয়টস অফ বাংলাদেশ-এর ব্যানারে আয়োজিত অনুষ্ঠানের চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক আক্তার হোসেন বাদল।
বিকালে বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মির্জা আবু জাফর বেগ। এসময় সকল শহীদ ও নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার দিদারুল ইসলামসহ দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু। তিনি তার বক্তব্যের পর অতিথি ও সংগঠকদের মাঝে সম্মাননা সার্টিফিকেট বিতরণ করেন। এছাড়াও আয়োজক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের মূল আলোচনায় অংশ নেন বিশিষ্ট রাজনীতিক আব্দুল লতিফ সম্রাট, আলী ইমাম শিকদার, অধ্যাপক ড. শওকত আলী, মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, টিবিএন২৪ চ্যানেল-এর ভাইস প্রেসিডেন্ট এএফএম মিসবাহউজ্জামান, কবি কাজী জহিরুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিনা ফারাহ, মোশাররফ হোসেন সবুজ, জয়নাল আবেদীন, মাহাতাব উদ্দিন, শাহানা মাসুম, জাকির হাওলাদার, নতুন প্রজন্মের প্রতিনিধি ইউটিউবার প্রিসিলা, মাহতাব খান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্যাট্রিয়টস অব বাংলাদেশ-এর সভাপতি আব্দুল কাদের ও দেলোয়ার হোসেন শিপন।
অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক ডা. জুন্নুন চৌধুরী, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী এবিএম ওসমান গণি, রাজনীতিক আনোয়ার হোসেন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট প্রফেসর সৈয়দ আজাদ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উনবাঙাল-এর শিল্পীরা ছড়া, কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করেন। এসময় ছড়া পাঠ করেন কবি জহিরুল ইসলাম, কবিতা পাঠ করেন আহসান হাবীব, মোহাম্মদ সাদিক, সোহেল হাবীব ও রেনু রোজা। দলীয়ভাবে জুলাই আন্দোলন-২০২৪ নিয়ে লেখা গান আর দেশের গান সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল, মিতা হোসেন, মুক্তি জহির, রেজা কামাল, নজরুল ইসলাম, চমক ইসরাম, মুন্না চৌধুরী ও রোজী, রেনু রোজা। অনুষ্ঠানের মাঝে জুলাই বিপ্লবের আন্দোলনের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।




