Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


টাইমস স্কয়ারে গণতন্ত্র,  ছাত্র-জনতা ও পুলিশ  হত্যা দিবস পালন

টাইমস স্কয়ারে গণতন্ত্র,  ছাত্র-জনতা ও পুলিশ  হত্যা দিবস পালন



 
নিউইয়র্কের ম্যানহাটনে ব্যস্ততম টাইমস স্কয়ারে বাংলাদেশে গণতন্ত্র, ছাত্র-জনতা ও পুলিশ হত্যা দিবস পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। ৫ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সমাবেশ থেকে বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।সমাবেশে গণতন্ত্র, ছাত্র-জনতা-পুলিশ হত্যা দিবসে সকল শহীদ ও আহতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তারা আরো বলেন, তাঁরা আমাদের শক্তি-সাহস।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমলের যৌথ সঞ্চালনয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, ভাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন এবং বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, জনতার আবেগ, ন্যায় ও মূল্যবোধ, সম্মিলিত শক্তি, তারুণ্যের প্রতিবাদী চেতনা ও অংশগ্রহণকে অপব্যবহার করে, ঘাতকরূপে ঢুকে যুব শক্তির আবেগকে আঘাত করে অনুভূতি জাগিয়ে, হত্যা করে ক্ষোভ ছড়িয়ে, পুলিশ মেরে ঝুলিয়ে সন্ত্রাস করে, সমাজ-রাষ্ট্র-আইন-গণতন্ত্রকে জিম্মি করে, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট গণতন্ত্র, ছাত্র-জনতা-পুলিশ হত্যা দিবসে পরিণত হয়েছে।
বক্তারা আরো বলেন, স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তি, জামায়াত-শিবির, মৌলবাদি-সাম্প্রদায়িক শক্তি, সন্ত্রাসী-জঙ্গি গোষ্ঠীর ‘কমান্ডার’ ড. ইউনূস ভয়ঙ্কররূপে জুলাই-আগস্টে শুরু করা হত্যা-হামলা-সন্ত্রাস-ধ্বংসযজ্ঞ অবিরত পরিচালনা করে চলেছে। গণতান্ত্রিক রীতি-নীতি, আইনের শাসন, কথা ও কলমের অধিকার, মানবাধিকার, ভোট সবকিছু আজ মুমূর্ষু অবস্থায় আইসিইউতে। গোটা দেশটাই আজ গণতন্ত্রের গোরস্থান। 
ড. সিদ্দিকুর রহমান বলেন, ইনডেমনিটি দিয়ে ইউনূস তার জঙ্গি-সন্ত্রাসী বাহিনীকে রাষ্ট্রীয় সুরক্ষা দিয়েছে। অবাধে মানবতাবিরোধী অপরাধ পরিচালনায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছে। জঙ্গলের শাসন প্রতিষ্ঠা করেছে। গণতন্ত্র, ছাত্র-জনতা-পুলিশ হত্যাকারী অপশক্তিকে ক্ষমতার মসনদে বসিয়েছে। তিনি আরো বলেন, ড. ইউনূস মানুষকে মূল্যহীন-মর্যাদাহীন-সম্ভাবনাশূণ্য প্রাণিতে পরিণত করেছে। হতাশা-ঘৃণা-বিদ্বেষ ছড়িয়েছে মস্তিষ্কে-জনপদে। বুকফাটা আর্তনাদ, বোবাকান্না ও গোঙ্গানিতে বাতাস ভারী হয়ে গেছে।
সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধকে ধারণ করে মানুষের যে প্রত্যাশা তার সম্মিলিত শক্তির প্রতি শ্রদ্ধা রেখে, মেটিকুলাস ডিজাইন, কিলিং মিশন ও টার্গেট কিলিং এর শিকার ও আহতের জন্য ন্যায়বিচারের অঙ্গীকার ব্যক্ত করে এবং তারুণ্যের অপ্রতিরোধ্য স্পৃহাকে সাথে নিয়ে এই অত্যাচার-পশ্চাৎপদতাকে অবশ্যই বন্ধ-বাতিল করা হবে, বিচার করা হবে।
সমাবেশে ইউনূস সরকারের বিরুদ্ধে মুহূমুহু স্লোগান দেন যুক্তরাষ্ট্রের নেতা-কর্মীরা। 
এদিকে মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের ব্যানারে দলের নেতা-কর্মীরা জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজায় বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ চলাকালে পাশেই জুলাই গণঅভ্যুত্থানের সমর্থনে পাল্টা সমাবেশ করে বিএনপি নেতা-কর্মীরা। এসময় পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশের সতর্ক অবস্থানের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 
কমেন্ট বক্স