Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


প্রবাসী শেরপুর জেলা সমিতির বনভোজন

প্রবাসী শেরপুর জেলা সমিতির বনভোজন



 
মরমী জ্ঞান সাধক গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজী’র স্মৃতিধন‍্য প্রবাসী শেরপুর জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক বনভোজন ও  মিলন মেলা। গত ৩ আগস্ট রোববার  নিউইয়র্ক শহরের অদূরে জর্জেস আইল্যান্ড কাউন্টি পার্কে। প্রায় দুই শতাধিক প্রবাসী শেরপুরবাসীসহ তাদের শুভাকাংখী ও বিভিন্ন জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গরাও অংশ নেন। দুপুর ১২টার দিকে লাল-নীল রং-বেরঙের বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মার্কস হোম কেয়ার ও কুইন্স  এডাল্ট ডে কেয়ারের সিইও ইঞ্জিনিয়ার মাহফুজুল হক। নিউইয়র্কের অপূর্ব প্রাকৃতিক সৌর্দয্যে সজ্জিত জর্জেস আইল্যান্ড কাউন্টি পার্কে দিনব্যাপী উক্ত বনভোজনে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিকঅনুষ্ঠান ও আকর্ষণীয় র‌্যাফেল। পড়ন্ত বিকেলে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার প্রদোষ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাহফুজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেরপুরবাসীর আমন্ত্রণ পেয়ে আমি খুবই আনন্দিত। আপানাদের আনন্দঘন মূহূর্তে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন, যেহেতু আমরা হোম কেয়ারের ব্যবসায় সম্পৃক্ত সেহেতু সবার আমন্ত্রণেই ছুটে যেতে হয়। আপনাদের ঘরে বয়স্ক ব্যক্তি থাকলে তাদের যত্ন সেবার দায়িত্ব আমরা নেবো। প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করবেন কোন তৃতীয় পক্ষ বা ভায়া নিয়ে কাজ করবেন না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি মেয়রের দক্ষিণ এশীয় বিষয়ক উপদেষ্টা ও জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান। তিনি প্রবাসী শেরপুর জেলা সমিতির সকল কর্মকর্তাদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন তাকে আমন্ত্রণ জানানোর  জন্য। জনাব সোলায়মান, আগামী ৪ নভেম্বর নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। যারা সিটিজেন হয়েছেন অথচ এখনো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি, তাদেরকে অবিলম্বে ভোটার লিস্টে তালিকাভুক্ত হওয়ার পরামর্শ দেন। তার কারণ হিসেবে তিনি বলেন, আমরা যত ভোটার তালিকাভুক্ত হয়ে ভোট দেবো আমরা তত তাড়াতাড়ি নিউইয়র্ক সিটি তথা মূলধারার রাজনীতি তথা সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হতে পারব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এক্সিট রিয়েলিটি কনটিনেনটালের প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীতিবিদ জাকির এইচ চৌধুরী, আমেরিকা-বাংলাদেশ লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ও স্টার ফার্নিচারের সিইও রকি আলিয়ান, বিশিষ্ট ব্যবসায়ী ইন্ডিয়ান-এশিয়ান কারী রেস্টুরেন্ট ও শাপলা কফি হাউজের পরিচালক জামাল আহমেদ ও  সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মো.আবুল কাশেম। প্রধান উপদেষ্টা মো. আবুল কাশেম তার বক্তব্যে বলেন, প্রতিবছর গ্রীষ্মকালে এই একটি মাত্র দিনেই আমরা একত্রিত হয়ে থাকি, আনন্দ করে থাকি। নতুনপ্রজন্মের কাছে শেরপুরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার তাগিদে আমরা শুধু বনভোজনই করে থাকি তা নয়, দেশীয় সকল সংস্কৃতির সাথে আমরা সংযুক্ত থাকারও চেষ্টা করি। আর এজন্য শেরপুর জেলার ইতিহাস প্রচার ও উন্নয়নের জন্যও প্রবাসী শেরপুরবাসীকে গুরত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার প্রদোষ চক্রবর্তী, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মামুন রাশেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, বনভোজন কমিটির আহ্বায়ক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান ও সংগঠনের  সাধারণ সম্পাদক ছামেদুল হক ঝন্টু প্রমুখ। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এইচ এম জামিল, বনভোজন কমিটির সদস্য সচিব মাসুদ পারভেজ মুক্তা, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ, আমেরিকান- বাংলাদেশ লায়ন্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান জিলানি, শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান নতুন, আলহাজ শহীদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. আল-আমিন, সরওয়ারুল হোসেন, সংগঠনের উপদেষ্টা আবদুল হামিদ, এশিয়ান ড্রাইভিং স্কুলের কর্ণধার সাইদুর রহমান লিংকন, মার্কস হোম কেয়ারের ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাফি, সংগঠনের যুগ্ম সম্পাদক লিটন জামান, জাতিসংঘ মিশনের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি নাহিদ রায়হান লিখন, ফেরদৌস বেগম, আনজুমানরা শুভ্রা, উপদেষ্টা আসমাউল হুসনা, নাইছ চৌধুরী, গৌতম চক্রবর্তী মিন্টু, রাকিবুল ইসলাম রাসেল, শামসুন্নাহার সুইটি, খন্দকার মেহেদী হাসান, সাবেরা জামান কচি, রুপচাঁন মিয়া, মোসতারীন আক্তার প্রমুখ। প্রবাসী শেরপুরবাসীর এবারের বনভোজনে র‍্যাফেল ড্র’র প্রথম পুরুস্কার নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমান টিকেট প্রদান করেন মার্কস হোম কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইনজিনিয়ার মাহফুজুল হক। দ্বিতীয় পুরস্কার ছিল যৌথভাবে সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের সৌজন্যে সোনার গহনা, তৃতীয় পুরস্কার ছিল বিশিষ্ট ব্যবসায়ী জাকিয়া জামিলের সৌজন্যে পাঁচ শত ডলার নগদ ক‍্যাশ,টিভি ও ল্যাপটপসহ ১৬টি আকর্ষণীয় পুরষ্কার জিতে নেন প্রবাসী শেরপুরবাসী ও আমন্ত্রিত ভাগ‍্যবান অতিথিরা। বনভোজনে মাসুদ রেজা ও আয়েশা  মামুন সহ স্থানীয় শিল্পীরা প্রায় সারা দিনব‍্যাপী দেশের গান পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ছামেদুল হক ঝন্টু।
কমেন্ট বক্স