প্রবাসের অন্যতম বড় আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম সমিতির নেতৃত্বের বিভেদ বেড়েই চলেছে। কার্যকরী কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তাদের ক্ষমতাবলে অনিয়মের অভিযোগ এনে গত ১৬ ফেব্রুয়ারি রোববার সাধারণ সম্পাদক আরিফুল ইসলামকে বহিস্কার করেছেন। তার পরিবর্তে ভারপ্রাপ্ত সম্পাদক করা হয়েছে ইকবাল হোসেন ভূঁইয়াকে। ফলে এই বিভেদ আরো জোরালো হয়েছে।
চট্টগ্রাম সমিতির নেতা মুকতাদির বিল্লাহর ফেসবুকে দেওয়া এক পোস্টে আরিফুল ইসলামকে বহিস্কার এবং ইকবাল হোসেন ভূঁইয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়- অসাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে কার্যকরী পরিষদের সভায় সাধারণ সম্পাদক আরিফুল ইসলামকে বহিস্কার করা হয়েছে। কার্যকরী পরিষদের ১৩ জন কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন সভায়।
আরিফুল ইসলামের সাথে কোনো প্রকার যোগাযোগ বা লেনদেন না করার জন্য বলা হয়েছে।
এ ব্যাপারে আরিফুল ইসলাম ঠিকানাকে বলেন, যারা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে তাদের কোনো এখতিয়ার নেই। এই সিদ্ধান্ত হাস্যকর এবং অগ্রহণযোগ্য।