Thikana News
০৫ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

প্রেম-স্বপ্ন যে মানুষকে ঘুমাতে দেয় না তা আগে কখনও বুঝিনি...

প্রেম-স্বপ্ন যে মানুষকে ঘুমাতে দেয় না তা আগে কখনও বুঝিনি...
যখন উপদেষ্টা মহোদয় আসবেন তখন আন্দোলনকারীরা সবাই তাকে সালাম দেবে... বিভিন্ন দোষ ধরিয়ে দেবে... মাননীয় উপদেষ্টা মহোদয় তাদের সবার সাথে হ্যান্ডসেক করে সবার পরামর্শ বিবেচনায় নেবার আশ্বাস দিয়ে সফল কর্মসূচি শেষে যাবার সময় সরকারি পক্ষ-বিরোধী পক্ষের সমন্বয়ে একটি গ্রুপ ছবি তুলবে... ছবিটি তুলে দেবে জাগ্রত জগতের স্বপ্নাবিষ্ট প্রাণ ।
পারস্পরিক শ্রদ্ধায় পূর্ণ একটি জ্ঞানভিত্তিক উদার সস্প্রীত বাংলাদেশের স্বপ্ন॥ যেখানে জনগণ ও রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বপ্রাপ্তরা হবে বন্ধুর মতো-দীর্ঘ দিন পরে দেখা হওয়া পরম আত্মীয়ের মতো। যেখানে জনগণ মনেপ্রাণে বিশ্বাস করতে পারবে সরকারি অফিস তার প্রয়োজন মেটাতে প্রাণান্ত চেষ্টা করবে... জনগণ রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলোকে শ্রদ্ধা করবে... প্রাণপ্রিয় ভাববে॥ যেখানে সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী জনগণ সুশৃঙ্খলভাবে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করবে ; নোংরা অশ্লীল-অশ্রাব্য গালিগালাজ না করে মনের আনন্দে হাসতে হাসতে চা-কফি খেতে খেতে আন্দোলন করবে॥

যখন উপদেষ্টা মহোদয় আসবেন তখন আন্দোলনকারীরা সবাই তাকে সালাম দেবে... বিভিন্ন দোষ ধরিয়ে দেবে... মাননীয় উপদেষ্টা মহোদয় তাদের সবার সাথে হ্যান্ডসেক করে সবার পরামর্শ বিবেচনায় নেবার আশ্বাস দিয়ে সফল কর্মসূচি শেষে যাবার সময় সরকারি পক্ষ-বিরোধী পক্ষের সমন্বয়ে একটি গ্রুপ ছবি তুলবে... ছবিটি তুলে দেবে জাগ্রত জগতের স্বপ্নাবিষ্ট প্রাণ ।

সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এমন বাংলাদেশ হবে না? হবেই হবে... ইনশাআল্লাহ... হতেই হবে। আমার মা-বাবা-ভাই-বোনদের রক্তে রঞ্জিত বাংলা কবে উদার-প্রেমেপূর্ণ পূণ্যভূমি হবে? বাংলাদেশের বিপ্লব স্পন্দিত বুকে আমরা সবাই কী এক একজন লেনিন হতে পারি না? গতবছর দায়িত্বরত অবস্থায় “ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ” - এ মনে হয়েছিল আমি কেন মাননীয় প্রধান উপদেষ্টার মত এমন মৃদুভাষী পৃথিবী বদলে দেয়া,  মানুষের কষ্ট লাঘব করা মানুষে পরিণত হতে পারব না?

যখন কেউ মিথ্যে দিয়ে... কথা দিয়ে আঘাত করে...অসম্মান করে তখন তীব্র দহনকে উপেক্ষায় উড়িয়ে কবে বেগম খালেদা জিয়ার মত প্রগাঢ়তম নৈঃশব্দ নীরবতায়-অধিক শ্রদ্ধায় কষ্টদাতার অন্তরে প্রবলতম শেলতীব্রতা অনুভব করাতে পারবো?
কবে আমি বাংলাদেশে আমার বাড়িতে সারারাত দরজা খুলে শান্তিতে ঘুমাতে পারবো? বহুরাত যখন ইচ্ছে হয়েছে তখনই এদেশের রাস্তায় বের হয়ে সুখ-শান্ত্বনা-প্রশান্তি কুড়িয়েছি... গতকাল রাতে ছিলাম এক ইহুদি শ্মশ্মানে... শূন্যতার আনন্দে মহাশূন্যের আনন্দ যোগ হয়ে হৃদয় প্রসারিত হয়েছে আরও একটু, সুবহানআল্লাহ ॥
আচ্ছা!  আমি  কী কয়লা না কি হীরা?
                   সুস্থ  না কী অপ্রকৃতস্থ?
      দূরারোগ্য স্বপ্ন-ভালোবাসায় ব্যাধিগ্রস্থ?
কবে আমরা...
নিজেদের জীবনকে বাঁচবো (নিজ নিজ মন নয়; বিবেক অনুযায়ী )?
মৃত্যুকে নয় (ভীতু কাপুরুষের মত মিথ্যা মৃত্যুবৎ)... প্রতিমুহূর্ত জীবনকে যাপন করবো?
কখন থেকে আমরা অন্য কোনো কৌটিল্যের কুমন্ত্রণা না নিয়ে নিজের বড় হৃদয়ের মাপে বাঁচার যোগ্যতা অর্জন করবো?
কবে?   কবে?  কবে?... ....
বাতাসে বার্তা  পাঠিয়ে দিয়েছি...সিমোনকে বলেছি ...‘‘ai choisi dÕêtre le premier sexe...‘‘I have chosen to be The First Sex  !
ভার্জিনিয়া আমার জন্য বাতিঘরটা আরো রঙিন রোমাঞ্চকর করে সাজাবে বলে কথা দিয়েছে ।
টলস্টয় অপরাধ ও শাস্তি নিয়ে কথা বলছিল; আমি বলেছি ...let me love 🧡 aloud”
ভানুসিংহ এসে বলে- তুমিই “উপেন”?
বিসর্জিত হবে? আমার অধীর প্রণয়ী বলে- যদি জাহান্নামের আগুনে বসেও রক্তক্ষরিত হতে হতেও রক্তকরবীর হাসি হাসতে পারো তবে আত্মোৎসর্গ করো ... কী হাস্যকর কথা!  
বিসর্জন... আত্মোৎসর্গ একই তো ...যে লাউ সেই কদু...
স্বপ্নেবিভোর কপালে চুমু খেয়ে কপালকুন্ডলা ভেবে সশ্রদ্ধ ভালোবেসে নবকুমার আমায় বলে... একটা পার্থক্য আছে... বিসর্জিত হয় অন্যের ভীরু মনের অস্পষ্টতায় আর উৎসর্গকৃত হয় আল্লাহর নামে “আল্লাহু আকবার” বলে... সুগভীর ভালোবাসায়... প্রেম কখনো পথ হারায় না ॥
আমি এত জ্ঞানের কথা বুঝি না...ইয়াদ নাই ॥
যদি বড় বড় বই পড়ে-জ্ঞান অর্জন করে কেবলমাত্র একটু উন্নত খাওয়া-পড়ার জন্য গোলামী করতে হয় তবে কীসের মানুষ?... শুধু খাওয়া-পরার জন্য মানবজনম নয় ...। এই জীবন যাপনের জন্য আমার আমেরিকা থাকার দরকার নেই। আমার চানক্যের এই বড় পশু হবার সার্টিফিকেটের কোনো দরকার নেই।
এই সব ভেবে হাসতে হাসতে গিয়েছিলাম নিজের কবর নিজেই খুঁড়তে (at my own risk!)॥ যেয়ে দেখি কবরস্থানের গেট বন্ধ; কয়েকজন ফেরেশতা কয় .... বাড়িত যা কপিলা! অক্ষনও তোমার টাইম আসে নাই..কী একটা অবস্থা!
জীবন অবিশ্বাস্য সুন্দর!
পারস্পরিক শ্রদ্ধাবোধ যোগ করলে জীবন হবে  নিত্য উদযাপনের... ইনশাআল্লাহ ॥
সুবহানআল্লাহ !!!
আলহামদুলিল্লাহ ॥
লেখক : কাউন্সিলর ও হেড অব স্যাংচুয়ারি, বাংলাদেশ কনস্যুলেট, নিউইয়র্ক।



 

কমেন্ট বক্স