Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

জামায়াতে ইসলামীর প্রতি আবারও যুক্তরাষ্ট্রের সমর্থন

জামায়াতে ইসলামীর প্রতি আবারও যুক্তরাষ্ট্রের সমর্থন



 
বাংলাদেশকে নিয়ে এখন দেশের এবং বিশ্ব রাজনীতি আলোড়িত। বাংলাদেশের রাজনীতি, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন, রাজনীতির নয়া মেরুকরণ, কে কোথায় দৌড়ঝাঁপ মারছে, কার দিকে কে নজর রাখছে, বর্তমান বাজার অর্থনীতির আগুনে সাধারণ মানুষ কেমন পুড়ছে এবং দেশের টালমাটাল অবস্থায় কার অবস্থা উজ্জ্বল হচ্ছে আর হচ্ছে মলিনÑএসবই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পত্রপত্রিকা, রেডিও-টেলিভিশন এবং যত রকম মিডিয়া আছেÑসবার দৃষ্টি এখন অধিকাংশ সময়জুড়ে কূটনৈতিক পাড়ার দিকে।

বাংলাদেশের ভাগ্যের নির্মম পরিহাস, জামায়াতে ইসলামীর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থন বাংলাদেশের চলমান রাজনীতির মঞ্চে আরো একবার মঞ্চস্থ হতে চলেছে বলেই রাজনীতি সচেতন ও অভিজ্ঞজনদের অভিমত। ঠিকানার ২৮ জুন সংখ্যার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘যুক্তরাষ্ট্রের সমর্থনে জামায়াতকে ছাড়!’ শিরোনামের সংবাদটিতে সে রকম গন্ধই পাওয়া যাচ্ছে। জামায়াত দল হিসেবে নিষিদ্ধ না হলেও তাদের প্রকাশ্য কার্যক্রম এবং নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধই ছিল। বর্তমান সময়ে জামায়াতের যে গা-ঝাড়া দিয়ে ওঠার আলামত লক্ষ করা যাচ্ছে, জামায়াতের প্রতি সরকারেরও যে নমনীয় মনোভাব মানুষ দেখতে পাচ্ছেÑসেসব কারণেই সংবাদটির জন্ম। খবরটিতে বলা হয়েছে, ‘রাজনীতির ক্ষমতার নিয়ামকের স্থান দখল করে নিয়েছে জামায়াতে ইসলামী। যে জামায়াত একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বিরোধিতা করেছিল এবং মুক্তিযোদ্ধা-মুক্তিকামী অসংখ্য মানুষকে হত্যা-নির্যাতন করেছিল, তারাই এখন মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান মিত্র।’ খবরটিতে আরও বলা হয়েছে, আগামীতে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নিশ্চিত করতে ভূমিকায় অবতীর্ণ হয়েছে জামায়াত। অন্যদিকে জামায়াতের এই রহস্যময় আচরণ বিএনপিকে হতাশ করেছে।

সম্প্রতি জামায়াতকে নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মির্জা ফখরুল বলেন, সরকারের সাথে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট। আর ওবায়দুল কাদের বলেন, জামায়াত বিএনপির ‘বি’ টিম। তবে ফখরুল ও কাদেরের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম এক বিবৃতিতে বলেন, বিএনপি মহাসচিবের বক্তব্যে জনগণ হতাশ হয়েছে। আমরা বিএনপি মহাসচিবের বক্তব্য সর্বোতভাবে প্রত্যাখ্যান করছি। অপর এক বিবৃতিতে মাওলানা মাছুম বলেন, সেতুমন্ত্রী জামায়াতকে বিএনপির ‘বি’ টিম বলে যে মন্তব্য করেছেন, তা অসত্য। জামায়াতে ইসলামী একটি বৃহৎ ইসলামি রাজনৈতিক দল। জামায়াত তার নিজস্ব রাজনৈতিক কর্মসূচি ও দলীয় আদর্শের ভিত্তিতে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জামায়াত কোনো দলের কোনো টিমের সদস্য নয়।

রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, দীর্ঘ এক যুগ জামায়াতকে প্রকাশ্য রাজনীতি ও সমাবেশ করতে না দেওয়ার পর হঠাৎ তাদের সমাবেশ করতে এই ছাড় নিয়ে রাজনৈতিক এবং সাধারণ মানুষের মধ্যে নানা কথা উঠছে। মনে করা হচ্ছে, সরকারের সঙ্গে আঁতাতের কারণে সরকার জামায়াতকে এ ধরনের ছাড় দিয়েছে। এর ফলে বিএনপির নেতাকর্মীদের মনে জামায়াতকে নিয়ে বিরাজমান সন্দেহ-সংশয় ঘনীভূত হয়েছে।

এ কথা অবশ্য ঠিক, এই সন্দেহ-অবিশ্বাস-আস্থাহীনতা সবই কেটে যাবে নির্বাচনে চূড়ান্ত মেরুকরণের মধ্য দিয়ে। একাত্তরের পুনরাবৃত্তি ঘটে কি না, সেটা চূড়ান্তভাবে বুঝতে পারা যাবে। তত দিন সন্দেহ-অবিশ্বাস নিয়েই মানুষকে অপেক্ষা করতে হবে।

কমেন্ট বক্স