তুহীন বিশ্বাস
রাষ্ট্র, আর কত রক্তে রাঙাবে তোমার ঠোঁট?
কত লাশের মিছিল হলে হবে শান্তি জোট?
আর কত সম্ভ্রম দিলে ধর্ষিতা হবে না ভগ্নি?
কতটুকু চোখের জলে নিভে যাবে অগ্নি?
বাগযন্ত্র সক্রিয়, অথচ আমি কেন বোবা?
সচল দৃষ্টিতেও কেন গভীরে অন্ধের থাবা?
অদৃশ্য অস্পৃশ্য হস্ত ছুঁয়েছে কি সংবিধান?
ছলনা, প্রতারণায় তুমি এক ভুতুড়ে শ্মশান?
সময় আছে ফিরে এসো, সকলের হও তুমি
মনে রেখো, সম্মানের আমার এই জন্মভূমি,
নইলে চলে এসো আত্মাহুতির নির্মম কাতারে
আমি প্রস্তুত হয়ে আছি জীবন উপসংহারে।