চুল পেকেছে,
পাকুক না।
দাঁত পড়েছে,
পড়ুক না।
টাক পড়েছে,
পড়ুক না।
চোখে চশমা,
থাকুক না।
তবু চোখে,
দেখছি না।
কানে কিছু,
শুনছি না।
মনে কিছু থাকছে না,
তাও গায়ে মাখছি না।
বয়সটা আর 
গুনছি না।
মরার ভয়ে 
কাঁপছি না।
মনটা সবুজ 
রাখতে চাই।
রঙিন স্বপ্ন 
দেখতে চাই। 
হাজার বছর, 
বাঁচতে চাই।
                           
                           
                            
                       
     
  
 


 ফিরোজ হুমায়ুন
 ফিরোজ হুমায়ুন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
