Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

হাজার বছর বাঁচতে চাই

হাজার বছর বাঁচতে চাই





 
চুল পেকেছে,
পাকুক না।
দাঁত পড়েছে,
পড়ুক না।
টাক পড়েছে,
পড়ুক না।
চোখে চশমা,
থাকুক না।
তবু চোখে,
দেখছি না।
কানে কিছু,
শুনছি না।
মনে কিছু থাকছে না,
তাও গায়ে মাখছি না।


বয়সটা আর 
গুনছি না।
মরার ভয়ে 
কাঁপছি না।

মনটা সবুজ 
রাখতে চাই।
রঙিন স্বপ্ন 
দেখতে চাই। 
হাজার বছর, 
বাঁচতে চাই।

কমেন্ট বক্স