বর্ষার পরে আসা
মোহনীয় শরতে
সাদা সাদা মেঘ জমে
আকাশের পরতে
স্বদেশের মেঠোপথে
ঠিকঠাক যাস চিনে
শরতের ছোঁয়া পেতে
ভাদ্র ও আশ্বিনে
লুফে নিস জোট বেঁধে
সখা-সখী-সজনীতে
জোছনার কী যে রূপ
শরতের রজনীতে
কোনো দিন ভুলব না
আমলকী ডেউয়াকে
শিশুকালে ফেলে আসা
স্মৃতিগুলো ঢেউ আঁকে
শাপলাও সেজে নেয়
দুধে আর আলতায়
জিহ্বায় লালা ঝরে
জলপাই-চালতায়
খালে বিলে খেলা করে
গজারের লাল পোনা
নীলাকাশে কারা আঁকে
মেঘেদের আলপনা
চরজাগা নদীতীরে
হাঁটলেই ক্ষতি কী
কাশফুল সাদা মেঘ
শারদীয় প্রতীকী
ভাদরের মোহময়
টলটলে পুকুরে
গেঁয়োরূপ দেখে নিও
সরোবর মুকুরে
গাভিদের মতো করে
মেঘেদের চলা ভাই
শরতের জন্যেই
পৃথিবীটা গড়া ভাই
যদি দেখো ভোরে ফোটা
শেফালি ও শিউলিকে
শরতের রূপ নিয়ে
দু কলম দিও লিখে

মনজুর কাদের


