Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

মৃত্যুঞ্জয়ী

মৃত্যুঞ্জয়ী


তোমাকে কখনো দেখি নাই বটে; মহান নুরল দীন,
তবু বাঙালির শিরা ধমনীতে; বহিছে রক্ত ঋণ।
হে বীর!তোমরা যুগে যুগে আসো-শহরে নগরে গাঁয়ে, 
অভাগা জনের আশ্রয় হতে; মৃত্যু ঠেলে দু'পায়ে।

তোমার রক্ত স্রোতধারা বহে; মজনু শাহের গায়ে,
বেগম রোকেয়া;হাজী দানেশের গর্বিত বাবা মায়ে- 
তার স্রোত যেন। কুলুকুল বয়; ও দুধকুমার নদ,
প্রান্তিক;তবে বীরপ্রসূ ভূমি-উত্তর জনপদ।

বীরের রক্ত সদা বহমান; উষ্ণ ফল্গুধারা,
প্রাণ নিয়ে খেলা '‘শহীদ সাঈদ’ তারই পরম্পরা।
বীর নয় সে তো; মহাবীর বটে! এ কালের তীতুমীর,
তার তুলনা তো-হোসেনের ত্যাগ; আর ত্যাগ দধীচির।

ঘাতক কামলা; হিংস্র নখর-মাংসাশী জানোয়ার,
সীসার বুলেটে নির্দয় হাতে-প্রাণ কেড়ে নিল তার।
জানে না মূর্খ; এই মহাবীর যে দাবি জানিয়ে লড়ে-
তা একার নয়; তার ফল পাবে সবার বংশধরে।

সাম্যের বাণী; শান্তির বাণী-মানে না স্বার্থবাদী,
বহু সয়ে সয়ে; গ্রাম্য ছেলেটি-তাই হয় প্রতিবাদী।
প্রসারিত হাত; পেতে দেয়া বুক-নেই তো মৃত্যু ভয়, 
অন্যায় রোধে; হেসে প্রাণ দিয়ে-মরণ করেছে জয়!
 
জাতিকে শেখালো; দাবি আদায়ের নতুন মন্ত্র-গান, 
‘করতেই হয় দান যদি; তবে দিয়ে দাও তাজা প্রাণ।’
যতদিন রবে ঘাঘট-তিস্তা; বুড়িখোড়া-করোতোয়া,
ততদিন রবে সাঈদের স্মৃতি-স্বপ্ন আকাশ ছোঁয়া।
 

কমেন্ট বক্স