গুজবে ছেয়ে গেছে পুরো দেশ
যে যেভাবে পারছে কথার ফুলঝুরি ছড়াচ্ছে বেশ
ইন্টারনেটের অপব্যবহারে বর্তমানে
ফেসবুকও গুজবের বাহন হিসেবে ব্যবহৃত অশেষ
মনের মাধুরী মিশিয়ে গুজব
মিথ্যার বেসাতি খুলে বসেছে নিঃশেষ।
ব্যবসার নাম করে এসেই তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ দেশে
মামুলি আদার ব্যাপারী থেকে তামাম ভারত কিনে অনায়াসে।
আমাদের এ স্বাধীন দেশে গুজবের ব্যবসা করে
মুফতে মুনাফা কে কামাচ্ছে ভেবে দেখার সময় এসেছে
কিসের ব্যবসাÑগুজবের! মূলধন কী! কিছুই না
স্রেফ ঠোঁট আর জিভ, টরে টক্কা
গুজব কী জিনিস, দেখতে কেমন, খায় না মাথায় ঢালে
ইত্যাকার প্রশ্ন পেটের ভেতর আচ্ছা করে ঘাই মারছে।
যারা বুঝমান তারা গুজবে হাসছেন নীরবে
যারা নাদান তারা গুজবে ভর করে ছুটছে সরবে।
কেউ একজন বললÑকান নিয়েছে চিলে
একশ্রেণির উন্মাতাল মানুষ চিলের পিছে উড়াল দিলে।
ছেলে-ধরা বলে ধারণা করে গুজব ছড়িয়ে
গণপিটুনিতে প্রাণনাশ আইন নিজের হাতে তুলে।
গুজবের আভিধানিক অর্থ ‘রটনা’
মিছে কথা সত্যের অপলাপ ছড়ানোর ঘটনা।
গুজব এমন জিনিস, আমরা জেনেবুঝেও বিশ্বাস করি
চিপস-চানাচুরের মতো উপাদেয় নয় জেনেও পছন্দ করি।
কেননা খেতে খেতে অলস সময় বেশ কেটে যায়
মুখের স্বাদ জিভে বেজায় আস্বাদ পাই।
কিন্তু গুজব যদি জাতীয় জীবনে নেতিবাচক প্রভাব হয়
অস্থিরতা সৃষ্টি করে অস্থিতিশীলতার প্রয়াস হয়
রসালো গুজব দমনের প্রয়োজনীয়তা অবহেলার নয়।
গুজবের ডালপালা বা পাখা বিশেষ গতিশীল হয়
চার স্তম্ভ ও ভিত্তিসহ বিভ্রান্তির প্রাণ পায়।
মনে পড়ে শিক্ষার্থীদের ‘নিরাপদ সড়ক’ আন্দোলনের ঐতিহাসিক ঘটনার কথা
ছড়িয়ে পড়া গুজবের আক্রমণ মোকাবিলায় ঘটেছিল সরকারের কঠিন মাথাব্যথা
গুজব ছড়ানোর দায়ে ২৮টি ফেসবুক
আইডির বিরুদ্ধে হয়েছিল হামলা
প্রখ্যাত আলোকচিত্র শিল্পী শহীদুল আলম
আর জনপ্রিয় অভিনেত্রী নওশাবার বিরুদ্ধে মামলা।
কোটা সংস্কার আন্দোলনের তুঙ্গেও এক মধ্যরাতে
পুলিশ ও ছাত্রলীগের যৌথ অভিযানে ছড়িয়ে পড়ে গুজব
শাহবাগ গণজাগরণ উসকে দিয়েছিল
যুদ্ধাপরাধীদের রায় নিয়ে গুজব।
সংখালঘু সম্প্রদায়ের ব্যাপারে একসময়
ছড়িয়ে এক অবান্তর গুজব
একাদশ দ্বাদশ সংসদ নির্বাচন চলাকালেও
গুজব রটনা ছিল বিশেষভাবে সরব
এসব গুজবের গর্জনে নেমে আসে
সারা দেশে অহেতুক গজব।
ভয় আর মতপ্রকাশের প্রচণ্ড অসুবিধার মধ্যে
বোঝার কি উপায় আছে কোনটা সত্য কোনটা গুজব?
সাধারণভাবে দেশে যাকে গুজব বলা হচ্ছে
বিদেশের গণমাধ্যমে সেসবকে খবর হিসেবে প্রচার করছে।
গুজবের স্থায়িত্ব কম হলেও প্রভাবিত করার ক্ষমতার ব্যাপ্তি
আগের দিনের রাজা-বাদশাদের শাসনে
গুজবই ছিল ষড়যন্ত্রের চালিকাশক্তি।