Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

যুদ্ধ যুদ্ধ যুদ্ধ

যুদ্ধ যুদ্ধ যুদ্ধ
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ
পৃথিবীবাসী ক্ষুব্ধ
এই নির্দয় খেলা অনিরুদ্ধ
লাশের পরে লাশের গন্ধ!

তিমির গহনে জন হারা
কারো নেই কোনো সাড়া
কেমন নিষ্ঠুর এই ধরা
কচি শিশুকে হচ্ছে মারা!!

লাশের পরে লাশ ফেলা
কেমন এই অবহেলা
দিন শেষে কত পচা গলা
ধ্বংসস্তূপের ওপর চলছে খেলা!!!

কার পাপে কে জ্বলে
কত পরিচয়ের অন্তরালে
অসংখ্য প্রাণের অসংখ্য মৃত্যু, কত যে মাটির তলায়,
যুদ্ধের খেলা ছারখার করেছেÑজগৎ করে হায় হায়।

কেমন যেন এই উন্মাদনা,
নারী-শিশুর লাশ যায় না গোনা,
কার কাছে কত দেনা?
কে-ইবা মেলাবে? এই হিসাবের পাওনা।
কেন মানুষ মারে? এরাই-বা কারা? কেমন বীভৎস
কে-ইবা দিয়েছে এমন উৎপীড়নের, এমন স্বাধীনতা
রুদ্ধ মানুষ রুদ্ধ পৃথিবী রুদ্ধ ভাগ্যদেবতা
দিন শেষে দেখি পৃথিবীর মোড়ল
রাখেনি কোনো কথা!

কমেন্ট বক্স