বিজয়ের স্বাদ পাইনি কোনো দিন
সফলতা শব্দটি আমার জীবনে,
জরাজীর্ণ অবহেলায় মরেছে
স্বপ্ন, স্বপ্নের মতোই মরীচিকা।
আমি একজন অসফল মানুষ।
সবাই শিখিয়েছে সত্য বলতে
ধর্ষক ও খুনিকে অপরাধী বলায়,
সমাজ বলল কুখ্যাত বিদ্রোহী
ঘৃণার মালা দিল আমার গলায়।
এখানেও আমি অসফল মানুষ।
এ পৃথিবী, সমাজ ও প্রকৃতি
দিয়েছে বেঁচে থাকার সুখশক্তি
আর আমি, স্বার্থপর ভূমিখোর
প্রকৃতির থেকে ফিরিয়ে নিয়েছি মুখ।
এখানেও আমি অসফল মানুষ।
কিছু নেই আমার গর্ব করার
শিক্ষা, পদ-পদবিতেও শূন্য,
মানুষ যেমন নামের আগে-পরে
কত কিছু লাগিয়ে হয় ধন্য।
এখানেও আমি অসফল মানুষ।
যৌবনে এসেছিল বসন্ত কলি
অবহেলায় দুর্ভাগ্যে ফোটেনি ফুল,
ভালোবাসা ছিল বিষাক্ত মহাপাপ
দেখা পাইনি প্রেম যমুনার কূল।
এখানেও আমি অসফল মানুষ।
চাইলেই হতে পারি বিত্তশালী
কিন্তু প্রয়োজনের বেশি চাইনি,
শুদ্ধ মানুষ হয়ে বেশ আছি
সম্পদ মানুষকে করে হারামি।
এখানেও আমি অসফল মানুষ।
অসফল হতে হতে এখন আমি
নীরব নিশ্চুপ হয়ে আছি ভালো,
চুপ থাকা দিয়েছে সফল আলো
অন্ধকারে যেমন সবকিছুই কালো।
এখানেও আমি অসফল মানুষ।
চুপ থাকায় রয়েছে সাগরের গভীরতা
কেউ বলে অহংকারী কেউ বলে বোকা,
আমি অসফল জয়ী এক মানুষ
আছে সত্যের রোগ, নেই প্রতিযোগিতা।
এখানেও আমি অসফল মানুষ।
প্রচণ্ড স্বার্থপর ও মিথ্যের মালায় অলংকৃত সফল না হয়ে,
অসফল ব্যর্থ মানুষ হয়েই পথে চলি একা,
নিজের সাথে নিজের বোঝাপড়া
একদিন থেমে যাবে পৃথিবীতে গতির এই হাঁটা।
আমি সত্যিই একজন অসফল মানুষ।