Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

আবু সাঈদ

আবু সাঈদ


বিবেক তুমি মরে গেছো?
যেখানে প্রতিবাদ হয় অকালে মৃত্যু।
পিতা তুমি কাঁদছো?
তোমার বীর সন্তান....
করে গেছে প্রতিবাদের গর্জন!
তবু বিবেক এখনো শাসকের আইনে,
গলা টিপে ধরে করছে গুলি বর্ষণ।
চারিদিকে শুধু গুলি,বারুদ
শুনতে পাও হাহাকার মানুষের চিৎকার!
ওরা কিসের অধিকার চায়?
যদি তোমার দেশকে তুমি ভালোবাসো,
কেনো করছো দেশের সম্পদ ধ্বংস?
কত মৃত্যু আজ রাজপথে 
মা বাবার শাশ্বত কান্নার অশ্রু!

বিবেক তুমি জাগ্রত হও,
কত তোমার যোগ্য সন্তান 
করছে কেনো অ-কালে মৃত্যু?
ওদের তুমি অধিকার দাও
তোমার মানবতার রাজপ্রাসাদে।

বিবেক তুমি জাগ্রত হও?
তোমার বীর সন্তান "আবু সাঈদ"
মা-বাবার বুক থেকে কেনো গেলো চলে?
এ প্রশ্ন শুধু তোমার নয়,
সারা দেশে তোমার আমার ভবিষ্যতে!
গুলি,বারুদ,যুদ্ধ কখনো সমাধান নয়,
সমবেদনার আলোচনায় উঠে আসে সমাধান!

বিবেক তুমি জাগ্রত হও?
যেখানে মা বাবার শ্রেষ্ঠ সম্পদ আজ ঘর শূন্য।
এমন স্বাধীনতা আমরা চাই না,
যেখানে মানবতা হয়ে ওঠে
মৃত্যুর রক্ত দানব!

কমেন্ট বক্স