আমার বুকের মাঝে
রক্তক্ষরণ হয়েছিল সেদিন,
পুলিশের গুলিতে লুটিয়ে পড়ল
আমার সোনার ছেলে মুগ্ধ যেদিন।
শত শিক্ষার্থী দাবি আদায়ে
নেমেছিল রাজপথে,
মা-বাবার দোয়া অশ্রুভেজা
ছিল যে সাথে সাথে।
আমাদের মুগ্ধ মুগ্ধতা ছড়িয়ে
হেসে হেসে বলিতে ছিল
পানি লাগবে পানি,
তৃষ্ণার্ত সবাই ক্লান্ত সবাই
আমি তো সে কথা জানি।
সবার তৃষ্ণা মেটানোর জন্য
কত যে ছিল আকুতি,
ক্লান্ত শরীর তবুও থামেনি
ছিল না কোনো বিরতি।
হঠাৎ করে গোলাগুলি শুরু
পালাতে ছিল সবাই,
পাশের বন্ধু চেয়ে দেখে
নীরব মুগ্ধ মুখে কথা নাই।
মুগ্ধ লুটিয়ে পড়ল মাটিতে
রক্তে ভেজা শরীর তাহার,
পারিলাম না তাকে রাখিতে
বুলেটবিদ্ধ সারা শরীর যাহার।
মুগ্ধ আমার শহীদ বাবা
তুমি তো জানলে না,
মা-বাবার তৃষ্ণা বাড়িয়ে গেলে
কখনোই ফুরাবে না।
মমতার হাতে আদর করে
দিলাম তোমার মুখখানি,
বল না বাবা একবার শুধু
পানি লাগবে পানি।