Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সে কালোতেই ছিল নিরুপমা

সে কালোতেই ছিল নিরুপমা
এটিকের জানালা থেকে শব্দহীন রাতের চেহারায়
তুষারে আবৃত কৃষ্ণকালো চাদরটাকে খুঁজে পাই না।
চাঁদ তুমি কেন এখানে তোমার আঁচল বিছিয়ে দিয়েছ?
তাই আজ নিশিথীনিকে শাড়ির কালো জমিনে
ডায়মন্ড-খচিত রুপালি নকশার জামদানিতে
অন্য রকম লাগছে।
রূপে অপরূপা! অত্যুক্তি হবে না যদি বলি অনিন্দিতা!!
তবুও সে কালোতেই ছিল নিরুপমা আপন স্বকীয়তায়।
 

কমেন্ট বক্স